পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in জননী SS - শ্যামা যেন আকাশ হইতে পড়িল। কার পছন্দ হল না, তোমার ? আমাব পছন্দ হয়েছে। বিধানবাবুর পছন্দ নয়। পছন্দ নয়? ওই মেয়ে পছন্দ নয় বিধানের? বাংলাদেশ খুজিলে আর আমন মেয়ে পাওয়া যাইবে ? বিধান বলে কী ! কোন পছন্দ হল না খোকা ? বিধান বলিল, দূর, ওটা মানুষ নাকি ? ফু দিলে মটকে যাবে। না, শামুকে ছেলে আজও ভোলে নাই। শামুর নিটোল গড়ন, শানুর চপল চঞ্চল চলাফেরা, শামুব নির্লজ্জ দুবন্তপিনা আজও ছেলের দৃষ্টিকে ঘেরিয়া রহিয়াছে, আর কোনো মেয়েকে তার পছন্দ হইবে না। শ্যামার মুখে বিসাদ নামিয়া আসে। ফু দিলে মটকাইয়া যাইবে ? মেয়েমানুষ আবার ফু দিলে মটকায় নাকি । শামুর মতো সবল দেহ থাকে কটা মেয়ের ? থাকা ভালোও নয়! কাঠিকাঠ দেখায়, পাকাপাকা দেখায়, অসময়ে সর্বাঙ্গে যৌবন আসিলে কী বিসদৃশ দেখায্য মেয়েমানুষকে বিধান তার কী জানে? ও যে ধ্যান করিতেছে শামুর, শামুর পুরন্ত সুঠাম দেহটা যে চোখের সামনে ভাসিয়া বেড়াইতেছে। ওর । লজ্জাক, দু০৬ - স্থলের মুখের দিকে শ্যামা চাহিতে পারে না। বুপ ও সুষমাই যথেষ্ট নয়, ছেলে তাব যৌবন চায়। দেহ অপরিপুষ্ট হইলে ছবির মতো সুন্দরী মেযেও ওর পছন্দ হইবে না। ছি, এ কী বুচি বিধানের % ও বিকম বউ আসিলে শ্যামা তো তাকে ভালোবাসিত পরিবে না ! আবাব মেয়ে খোজা হইতে লাগিল। মেয়ে খুজিতে খুজিতে কাবাব হইয়া গেল মাঘ মাস। ফালুনের গোড়ায় শীত কমিযা গেল। সঙ্গে সঙ্গে শ্যামা সতেজে সুস্থ হইয়া উঠিল। ফায়ুনের শেষের দিকে বাগবাজারের উকিল হারাধনবাবুর মা-হাবা মেয়েটােব সঙ্গে বিধানেব বিবাহ হইয়া গেল। মেযেব নাম সুবৰ্ণলতা। শ্যাম যা ভাবিয়াছিল। তাই। মস্ত ধাড়ি মেযে, ীে 1নর জোযার নাম একেবারে বান ডাকিযাছে। বং মন্দ নয, মুপাংচাখ মন্দ নয়। কিন্তু শ্যামার চোখে ও সব পড়িল না. .৭ সভয়ে শুধু বউয্যের সুস্থ ও সুন্দর শরীরটি দেখিযা মনে মনে সকাতর হইয়া রহিল। বাড়ন্ত বউ এনেছি -" গো ? —বলিল সকলে। হা বাছাঁ, -- , , নই এনেছি, ছোটাে মেয়ে ছেলেরও পছন্দ নয, আমারও নয় ; একা আব পেবে কীর্ণ • সংসাবের ঘানি টানতে, বড়োসড়ো, বউটি এল শেখাতে হবে না কিছু, নিজেই সব পারবে - বলিযা শ্যামা কষ্টে একটু হাসিল। তা, মন্দ কী হয়েছে বউ ? প্রিতিমের মতো মুখখানা। —সকলে বলিল। তাই নাকি ? শ্যামা ভালো করিয়া সুবর্ণের মুখের দিকে চাহিল। তা হইবে! বিবাহ উপলক্ষে বকুল আসিয়াছিল, রাখালের সঙ্গে মন্দাও আসিয়াছি। বকুল আসিয়াছিল তিন দিনের জন্য, বিবাহের হইচই থামিবার আগেই সে চলিয়া গেল। বউকে ভালো লাগিয়াছে বকুলের। যাওয়ার সময় এই কথা সে শ্যামাকে বলিয়া গেল। শ্যামা বলিল, তোর কী পছন্দ বুঝিনে বাবু, এত কী ভালো যে একেবারে গদগদ হয়ে গেলি ? বকুল বলিল, দেখো, ও বউ যদি ভালো না হয়। কান কেটে নিও আমার, মা-মরা মেয়ে একটু আদর যত্ন পাবে যার কাছে প্ৰাণ দেবে তার জন্যে। কী বলছিল জানো ? বলছিল তুমি নাকি ওর মারা মতো ।