পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in অতসী মামি Sovo খোকার কপা কুসুম ভাবিয়াছে। মামির ছোটো ছেলেটি আর নাতি-নাতনির সঙ্গে সে শুই যা আছে, তাদের সঙ্গে ওকেও সকলে সরাইয়া লইবে নিশ্চয় । কোলের ছেলে তার মরিবে না। কষ্ট অবশ্য সে অনেক পাইবে, কিন্তু তাহা বিধাতার ইচ্ছা, কুসুমেব ওতে হাত নাই। মার মরণের ব্যবস্থা আজি যিনি কবিলেন মারি ছেলের বঁাচার ব্যবস্থাও তিনিই করিবেন। কুসুমের মাথায় যত চুল ততকাল ধবিয়া কবিবেন । এতক্ষণে আগুন আঁটি-বাধা পাকাটিব মাঝামাঝি পৌছিয়াছে এবং বেশ জোবেই জ্বলিতেছে। এখানটা ভালো কবিয়া পুড়িয়া যাইতেই পাকাটিগুলি ভাঙিয়া নীচে পড়ি যা গেল। ঘরে যে আগুন আজ লাগিবেই তাহার আবে তেমন নিশ্চয়তা বহিল না। পুড়িতে পুড়িতে একসময় আগুন নিবিয়া গেল, অবশিষ্ট রহিল। খানিকটা ছাঁই, কিছু জ্বলন্ত কয়লা আর কয়েক টুকবো পাকাটি। কুসুমেব মনে হইল সে খুব বেদনা পাইয়াছে, ভারী হতাশ হইয়াছে। রায়ার খুন্তিটা দিয়া সে তাহার স্থল আকাঙ্ক্ষার দগ্ধাবশেষগুলি নাড়িতে লাগিল। ছাইয়েব ভিতর হইতে বাহির হইয়া পডিল আধাপোড়া একটা তেলাপোকা ।