পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in Ş(?\ე মানিক রচনাসমগ্ৰ তবে তো খুব খেযেছ। --বলে সুপ্রিয়া জেরা আরম্ভ করল, সন্দেশ খেয়েছ ? খেয়েছ। না। খেলেই ভালো হত, সন্দেশে তোমার অম্বল হয়। রসগোল্লা খেয়েছ ? একটা খেলে কেন মোটে ? আর দুটাে খেলেই হত। আজ ঠিক স্পঞ্জ হয়নি? মালপো খেয়েছ? কেন খেলে? যা সন্য না তা খাবার দরকার! এই জন্যেই তো তোমাকে আমি নিজের হাতে খেতে দিই। লোভে পড়ে যা তা খাবে, শেযে বলবে সোডা দাও । ... সরভাজা খাওনি ? হেরম্ব অশোককে জিজ্ঞাসা করল, তোমার নাকি স্বাস্থ্য খুব খারাপ হয়ে পড়েছে, অশোক ? শরীর ভালো করার জন্য ব্র্যান্ডি খাও। অশোক চমকে বলল, আমি ? কই না খাই না তো ! কে বললে খাই ? হেরম্ব বলল, কেউ না, এমনি কথাটা জিজ্ঞাসা করলাম। সুপ্রিয়া বলল, নাই বা করতেন। কথাটা জিজ্ঞাসা ? কিন্তু এ প্রশ্ন কবার উদ্দেশ্য তার সফল হল না। অনায়াসে প্রসঙগান্তব এনে হেরম্ব তাব কথাটা চাপা দিযে দিল। অশোককে সে জিজ্ঞাসা করল, খুনি ধরতে গিয়েছিলে শুনলাম ? কোথায় খুন হল? বারকাপাশিতে। অশোক সংক্ষেপে জবাব দিল। ধরলে ? ধরেছি। বডো ভূগিয়েছে ব্যাটা। এ গা থেকে সে গা—হয়রান করে মেরেছে। শেষে একটা ঝোপেক মধ্যে কোণঠাসা করে ধরতে ধরা দিলে। অশোক একটু উৎসাহিত হয়ে উঠল। নিজের ব্যবসার কথা বলতে পেলে সকলেই খুশি হয়। দা নিয়ে খুন করতে উঠেছিল, জমাদাবি জাপটে না ধবলে আজ একেবারে রক্তারক্তি কাণ্ড হয়ে যেত। ব্যাটা কী জোয়ান। সুপ্রিয়ার চোখের দিকে একবার স্পষ্টভাবে তাকিযে হেরম্ব বলল, কাকে খুন কবেছে ? বউকে। চিরকাল যা হযে থাকে, —অসময়ে স্বামী বাড়ি ফিরল লাভার গেল পালিযে বউ হল খুন। গলাটা একেবারে দুফাক করেও ব্যাটার তৃপ্তি হয়নি। সমস্ত শরীর দা দিয়ে কুপিযেছে! সুপ্রিয়া শিউরে উঠে বলল, মাগো! খুনিটা তাৰ স্বামীকে দা নিয়ে কাটতে উঠেছিল শুনে সুপ্রিয়া শব্দ করেনি। স্মরণ কবে হেরম্ব একটু ক্ষুব্ধ হল। ফ্ৰাসি হবে ? অশোক বলল, না! যথেষ্ট প্রোভোকেশন ছিল। সুপ্রিয়া অস্থির হয়ে বলল, কী আলোচনা আরম্ভ কবলে ? ও সব কথা থাক বাপু, ভালো লাগে। না। খুন, জখম, ফাঁসি-—বলার কি আর কথা নেই ? হেরম্ব হেসে বলল, তুই দারোগার বউ, খুন জখম ভালো না লাগলে তোর চলবে কেন সুপ্রিযা ? দারোগার বউ হয়ে কি অপরাধ করেছি ? আমি তো দারোগা নাই। কী জানি কী অপরাধ করেছিস। আমি বলতে পারব না। অশোককে জিজ্ঞাসা কর। খুন জখম ভালো না লাগলে পাছে অশোককেও তোর ভালো না লাগে এই ভেবে বলছিলাম সংসারের রাহাজানির ব্যাপারগুলোকে ভালোবাসতে শেখ। তুই দাঁড়িয়ে রাইলি কেন বল তো, সুপ্রিয়া? অশোকের সামনে তুই দাঁড়িয়ে থাকিস নাকি? এ তো ভালো কথা নয়। হেঁটে এসে তোর নিশ্চয় পা ব্যথা করছে। দাও হে অশোক, ওকে বসবার অনুমতি দাও। ভালো করে বসে একটা গল্প শোন, সুপ্রিয়া। শূনব না গল্প। আহা শোন না। অশোক ওকে শুনতে বলে তো।