পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in দিবারাত্রির কাব্য so নিত কবল। এত কথা কী জন্য ৮ পরিচয়ের জন্য নয়, উদ্দেশ্য নির্ণযেবে জন্য নয়, সময় কাটানোর জন্যও নয়। পরিচয় তাদের যা আছে আর তা বাড়বে না, পবাস্পরের উদ্দেশ্য সম্বন্ধেও ভুল হবার তাদের কোনো কারণ নেই, কথা না বললেও তাদের সময় কাটবে। তবু প্ৰাণপণে তারা কথা বলছে। চিরকাল এমনভাবে মানুষ কত কথা বলতে পারে? আজও অনিশ্চয়তা বাজার থাকার অভিমানে সুপ্রিয়া কথা বন্ধ রাখল। হেব্বস্ব চুপ করল বক্তব্যের অভাবে এ কথা মিথ্যা নয যে, কথা নিয়ে লড়াই করাটাই চরম উদ্দেশ্য দাডিয়ে গেছে বলে সুপ্রিয়াকে বলার তার কিছুই নেই। কাছাকাছি বসে এমনিভাবে পরের মতো তারা চিন্তা করছে, আনন্দ ঘরে এসে জিজ্ঞাসা কবল, তোমার কাছে টাকা আছে? দশটা টাকা দিতে পারবে ? টাকা কী হবে আনন্দ ? বাবা চাইল । হেরম্ব অবাক হয়ে গেল। মাস্টারমশাই টাকা চাইলেন। টাকা দিয়ে তিনি কী করবেন ? আনন্দ এ প্রশ্নের জবাব দিতে পারল না। সে জানে না। টাকা নিয়ে সে চলে গেলে হেবঙ্গ চেযে দেখল। সুপ্রিয়া খুব সরলভাবে অত্যন্ত কুটিল হাসি হাসছে। আনন্দেব সঙ্গে হেরম্বের আর্থিক সম্পর্কটি আবিষ্কাব করা মাত্র তারা যেন আর কিছু বুঝতে বাকি নেই। এতক্ষণে সে নির্ভর ও নিশ্চিন্ত হল। প্রতিবাদ করতে গিয়ে হেরম্ব চুপ করে গেল। প্রতিবাদ শুধু নিৰ্ম্মফল নয়, অশোভন।। সুপ্রিয় উঠে দাঁড়াল। হাসিমুখে বলল, বাড়ি পৌঁছে দেবেন না ? এখুনি যাবি ? আব্ব বসে কী হবে ? চলুন পৌছে দেবেন। তুই কি একা এসেছিস নাকি, সুপ্রিয়া ? একা এসে থাকলে এক যাওয়াই তো ভালো। এক কেন আসব ? চাকবকে সঙ্গে এনেছিলাম, আপনি আছেন শুনে তাকে বাডি পাঠিয়ে দিয়েছি। চলুন, যাই । ছলনা নয়, হেরম্ব সত্যসত্যই আসল্য বোধ কবে বলল, আব্ব একটু বোস না সুপ্রিয়া ? সুপ্রিয়া মাথা নোডে বলল, না, আর একদণ্ডও বসব না। কী করে বসতে বলছেন ? হেব্বস্ব আশ্চর্য হয়ে বলল, তুই আসতে পারিস, আমি তোকে বসতে বলতে পারি না ? আমাব उठष्ठों-उठाना (नये ? সুপ্রিয়া গম্ভীর হয়ে বলল, ভদ্রতা-জ্ঞান কোনো কাজের জ্ঞান নয়। আমি এখানে কেন এসেছি জানা দুরে থাক, পুবীতে কেন এসেছি। ও-জ্ঞান দিযে আপনি তাও অনুমান কবেত পাববেন না। না যদি যান তো বলুন মুখ ফুটে, এখানে আমার গা কেমন করছে, আমি ছুটে পালিযে যাই। পুবী শহবে আপনি আমাকে আজকালের মধ্যে খুজে বার করতে পারবেন সে ভবাসা আছে। হেরম্ব আব্ব কথা না বলে জামা গাযো দিল। বারান্দা পার হয়ে তাবা বাডির বাইবে যাবার সবু প্যাসেজটিতে ঢুকবে, ও ঘর থেকে বেরিয়ে এসে আনন্দ একরকম তাদের পথরোধ করে দাঁড়াল। কোথায় যােচ্ছ ? হেরম্ব বলল, একে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিা! (४( शN3 । সুপ্রিয়। এর জবাব দিল। বলল, আমােব। ওখানে খাবে। আনন্দ বলল, পেটে খিদে নিয়ে আব্দুর যাবে? সকালে উঠে খেতে না পেলে ওর মাথা ঘোরে তা জানেন ? সুপ্রিয়া বলল, মাথা না হয় একদিন ঘুরলই।