পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOOkS. in পুতুলনাচের ইতিকথা SUS কুসুম বলে, তুমি যাও বা না যাও আমি কিন্তু যাব। চুলোয় যাও। মুখে যাই বলুক, কুসুম যাত্রা শুনিতে যাওয়ার কোনো আযোজনই করিল না। পাড়ার অনেক বাড়ির মেয়েরা যাইবে। কুসুমও তাদের সঙ্গে যাইতে পারে। কিন্তু যাওযার চেয়ে না যাওযার মধ্যেই এখন বাগ ও অভিমান বেশি প্রকাশ পায় ; জিদও তাঁহাতেই বজায থাকে বেশি। কুসুম তাই সাবটা দুপুব ঘুমাইয়া কাটাইযা দিল। সন্ধ্যার সময বাজনার শব্দ শুনিয়া অস্থির হইয়া উঠিল মতি। প্রবীর আজ লক্ষ্মণ সাজিবে। কী রকম না জানি আজ দেখাইবে তাঁহাকে! পারিলে মতি একাই চলিয়া যাইত। দুবছর আগেও এমন সে গিয়াছে। এখন আর সেটা সম্ভব নয। দুবছবের মধ্যে সে যে কী ভয়ানক বড়ো হইযা গিযছে ভাবিলেও মতির চমক লাগে। কিন্তু কী করা যায়? আমন করিয়া বাজনা বাজিতে থাকিলে ঘরেও তো টেকা অসম্ভব । একসময় কুসুমকে সে বলিল, যাত্রা নাই শুনি, ঠাকুব দেখে আসি চল না বউ ? পরান দাওয়ায় বসিয়া অর্থসমস্যার কথা ভাবিতেছিল। সে ডাকিয়া বলিল, এদিকে শোনা মতি, শুনে যা । মতি কাছে আসিল কী বলছিলি ? ঠাকুর দেখতে যাব। ঠাকুব দেখতে যাবি ? আচ্ছা, চল। একটু যাত্ৰাও শুনে আসবি আমনি । পরান এমনিভাবে একরকম স্পষ্টই হাব স্বীকাব করিল। কিন্তু কুসুম আবি যাইতে রাজি নয় । এখন খাওযা দাওয়া সারিয়া পান সাজিয়া যাইতে যাইতে পালা শেষ হইযা যাইবে না। ঠাকুর পূজাব বান্দিা বাজছে। পালা শুবু হতে ঢের দেরি।—পরান উদাসভাবে বলিল । মতি বলিল, চল না বউ ? অমান করিস কেন ? কুসুম বলিল, গিয়ে বসবি কোথায় ? তোর জন্যে জায়গা ঘুমোচ্ছে! সব্বাইয়ের পিছনে বসে যাত্রী শোনার চেয়ে ঘবে। শয়ে ঘুমানো ঢের ভালো। পরান বলিল, ছোটােবাবুকে বললে - ছোটােবাবুর নামোল্লেখে কুসুম আরও রাগিয়া বলিল, ছোটোবাবু কী করবে ? জাযগা গাড়িযে দেবে ? পরান বলিল, ছোটােবাবুর বাড়ির সবাই বাবুদের বাড়ির মেয়েদের জায়গায় বসে। নেটের পর্দা টাঙানো দেখিসনি মতি ? বাবুদের বাড়ি ছোটােবাবুব খাতির কত। ছোটােবাবুকে বললে তোদেব ওইখানে বসিয়ে দেবে। কুসুম হঠাৎ শান্ত হইযা বলে, না। আমি যাব না। তাহাকে আর কোনোমতেই টলানো যায় না। বাবুরা জমিদার, শশীরা বড়োলোক। ওদেব বাডিব মেয়েদের কত ভালো ভালো কাপড়, কত দামি দামি গয়না ; একটা জবরজং লেস লাগানো জ্যাকেট গায়ে দিয়া তীতিবাড়ির কোরা কাপড় পরিয়া ওদের মাঝখানে (মাঝখানে তাহাকে বসিতে দিবে না। ছাই, এক কোণে ঝির মতো বসিতে হইবে) গিয়া বসিলে দম আটকাইয়া যাইবে কুসুমের। শেষ পর্যন্ত পর্যানের সঙ্গে মতি একাই গেল। শশীকে খুজিতে হইল না। সে বাড়িতেই ছিল। সে বলিল, তোর তো শখ কম নয় মতি! কিন্তু সঙ্গে গিয়া মতির বসিবার একটা ভালো ব্যবস্থা কবিয়া দিতে সে আপত্তি করিল না। বরং নেটের পর্দার আড়ালে, যেখানে বাবুদের বাডির মেয়েরা বসে, মতিকে সেখানে বসাইতে পারিয়া সে বিশেষ গর্বই বোধ করিল। ভাই কলিকাতা-প্রবাসী বিমলবাবুর স্ত্রী-কন্যারা পায়ে জুতাও দিয়া থাকে। দুভায়ের পরিবাবের নারীর Affrica; Six-S8