পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOOkS. in পুতুলনাচের ইতিকথা “මතු දෑ এই হইল তাহার অপরাধ। পরদিন খবর লইতে গিয়া দ্যাখে কুসুম আগুন হইয়া আছে। মরিনি। এই আপনার টাকা । কুসুম সত্যসত্যই আঁচলে বাধা দুটি টাকা শশীর সামনে রাখিল। শশীব বুঝিতে বাকি রহিল না। এই উদ্দেশ্যেই সে আঁচলে টাকা বাঁধিযা ঘরেব কাজ করিতেছিল। মতি বলিল, তোর কী আস্পর্ধ বউ! কুঁচি নাই। কুঁচি অনেকদিন আগে শ্বশুরবাড়ি চলিয়া গিয়াছে। সে থাকিলে অন্য কিছু বলিত। আরও কড়া, আরও বাজালো কিছু। কুসুম শান্তভাবে বলিল, মা একলা গোয়াল সাফ করছে, যা তো মতি লক্ষ্মৗটি, হাত লােগাবি যা। সুদেবের সঙ্গে তোব বিয়েব পরামর্শটা ছোটােবাবুব সঙ্গে করেনি। মা যেন গোযাল ফেলে ছুটে আসে না বাবু। কাজ সেরে একেবারে চান করে আসবি। ছোটোবাবু বসবে। কুসুম কুকুম দিতেও জানে। কেন জানিবে না ? সকলে মিলিয়া তোষামোদ করিয়া গোবু কেনার জন্য তাহার অনন্তজোডা বাগাইয লব্য নাই ? সেও ছাডিবে কেন ? মাঝে মাঝে ভযানক দরকারের সময়, শশীব সঙ্গে এখন সে যে কলহ করিবে এমনি দরকারেব সময়, কুকুম তাহাকে সকলকে মানিতে হইবে। মতি চালিঃ গেলে শশী বলিল, ওষুধ খেয়ে কাল তোমার পেটব্যথা কমেনি নাকি বউ ? ও ভারী ওষুদ ! কটা এই টুকুটুকু সাদা বডি,-ওষুদ না ছাই। নিজে একবার আসতে পারেননি পা বডি খেযে ব্যথা যদি না কমত! এব নাম অকৃতজ্ঞতা। ব্যথা তাহা হইলে কমিয়াছিল ? বাত্রে একবার উঠিয়া আসিয়া দেখিয়া গিযা ওষুধ দিল, ওষুধ খাইযা ব্যথাও কমিল, তবু কুসুমেব মন ওঠে নাই। শশী বিবক্তি বোধ কবিল । তোমাব সব বিষয়েই একটু বাড়াবাড়ি আছে বউ। কৗ আছে? বাড়াবাডি ? হ্যাগো ছোটোবাবু, আছেই তো। তা যাই বলেন, এক ঘণ্টা ধবে বুক পবীক্ষা, ম্যালেবিয়া জুব হলে, আমি কবি না। সে বুক পরীক্ষা করিলে, সে কি ডাক্তার? কুসুমেব মনটা শশীর বোধগম্য হয় না। পেটব্যথার জন্য কাল একঘণ্টা স্টেথোস্কোপটা ওব বুকে লােগাইয়া হৃৎস্পন্দন শুনিলে ও কি সুখী হইত ? কুসুমেব মাগধরার চিকিৎসা বোধ হয় পা টেপা । সে ডাক্তার মানুষ, এ সব পাগলামিকে প্রশ্রয় দিলে তাহার চলিবে কেন ? টাকা পেলে কোথায় পর্যানেবা বউ ? যেখান থেকেই পাই, আপনার ভিজিট দিয়েছি, নিযে যান। কোথা থেকে পেয়েছ না বললে নিতে পারি না, বউ । কেন, চুরি করেছি। ভাবেন না কি ? শশী ভাবিল, এই বেশ সুযোগ পাওয়া গিয়াছে। কুসুমের এই কথাটাকে পবিহাসে দাঁড় কাবাইয়া দিলেই সে হাসিয়া ঠান্ডা হইয়া যাইবে। তা আশ্চর্য কী? চুরি না করলে টাকা তুমি পাবে কোথায়? বোজগার করা ? কুসুম বলিল, আমার বাপ ঢের রোজগার করে। তাই বলে আমরা কি আপনার তুলি ? লোকের গলায় ছুরি দেওয়া পয়সায় আমরা বড়োলোক হইনি। তাই আপনারা গরিব বলেন গরিব, চাের বলেন (bs শশী মুখ কালো করিয়া বাড়ি ফিরিল।