পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in 8O Sq মানিক রচনাসমগ্র তখন শশী বলিল, কুমুদ অবশ্য একেবারে অমানুষ নয়, রোজগার-পাতিও মন্দ করে না— কুসুম বলিল, মতির ভাগ্যি ওকে কুমুদীবাবুর পছন্দ হয়েছে! পড়ত গিয়ে কোন চাষার ঘরে,- দুবেলা চেলা কাঠের মার খেয়ে প্রাণটা ষ্টুড়ির বেরিয়ে যেত। অনেক পুণ্যতে এমন বর জুটছে ওর। হোক তবে, তাই হোক। মতি কী বলে বউ ? কী বলবে? দিন গুনছে। দিন গুনিতেছে মতি? গুনুক ! কুসুমের উপর রাগে শশীর মন জ্বালা করিতে থাকে। সেদিন প্রত্যুষে তালবনে কুসুমের মধ্যে যে সরলা বালিকাকে আবিষ্কার করিয়া সে পুলকিত হইয়াছিল, আজ সে কোথায় গেল? কী পাকা বুদ্ধি কুসুমের! কী নিখুঁত কৌশলে মতির বিবাহ সম্বন্ধে সে তার মনের মোড় ঘুরাইয়া দিল! দুদিন ভাবিয়া সে যা স্থির করিতে পারে নাই, আধঘণ্টার মধ্যে দুটা আচল যুক্তি দেখাইয়া কুসুম কত সহজে সব সমস্যার মীমাংসা করিয়া দিল। কুসুমের কাছে দাঁড়াইয়া মতির ভালোমন্দ সম্বন্ধে এমন সে নির্বিকার হইয়া উঠিল কীসে যে অনায়াসে বলিয়া বসিল, হোক। তবে তাই হোক ? তা ছাড়া, এ সব আজি কী বলিতেছে কুসুম ? এমনই চাঁদনি রাতে আপনার সঙ্গে কোথাও চলে যেতে সাধ হয ছোটোবাবু। গভীর দুঃখের সঙ্গে শশীর মনে হয, এ কথা কুসুমের বানানো। মতিকে পাছে সে আবার নিজে বিবাহ করিয়া কুমুদের হাত হইতে বাঁচাইতে চায়, তাই কুসুম এই মন রাখা কথা বলিয়াছে। বলক। সে তো কুমুদ নয়, তার জীবনে সবই অভিনয়। তবু, চাদেব আলোয্য চাবিদিক আজ কেমন স্বপ্ন দেখিতেছে দ্যাখো। এ যেন বিশ্বাস করিতে ইচ্ছা হয় না। কুসুমের কুটিলতার বিযে এমনি সময় এত কষ্ট পাওয়া তাহার ভাগ্যে ছিল। কিন্তু কেন সে দাড়াইয়া আছে, কেন সে চলিয়া যাইতে পারে না ? কে জানে, হয়তো জীবনের বিতৃষ্ণা ও আত্মগ্লানি ভরা মুহূর্তগুলির আকর্ষণ তার কাছেই এত তীব্র ? কুমুদ হয়তো ছুটিয়া পলাইত, বলিযা যাইত, তুমি গোল্লায় যাও কুসুম ? অথবা হয়তো নিজেব আনন্দ দিয়া, এই জ্যোৎস্নার কবিতাটুকু ছকিয়া লইয়া, এমনি স্কুল মুহূর্তগুলিকেও অপূর্ব করিযী। তুলিত ? a. কুসুম নিশ্বাস ফেলিয়া বলিল, আপনার কাছে দাঁড়ালে আমার শরীর এমন করে কেন ছােটােবাবু ? শরীর! শরীর! তোমার মন নাই কুসুম ? সাত বিবাহের পর মতিকে লইয়া কুমুদ চলিয়া গিয়াছে। কোথায় হনিমুনে! গাওদিয়ার গেয়ো মেয়ে মতি, তাকে লইয়া কুমুদ চলিল হনিমুনে, কিছু টাকা @t† ရာ၏} | পরানের কাছে এ ব্যাপারটা বড়ো দুর্বোধ্য ঠেকিয়াছে। কনে-বউকে সঙ্গে করিয়া অনির্দিষ্ট ভ্রমণে বাহির হওয়া ? এ কোন দেশি রীতি! মতিকে লইয়া গিয়া উঠিতে পারে এমন আত্মীয়স্বজন কুমুদের কেহ নাই পরান তাহা জানিত। সে আশা করিয়াছিল কুমুদ এখন সন্ত্রীক কিছুদিন শশীর বাড়িতেই বাস করিবে। তারপর মতির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করিয়া সংসার পাতিয়া বসিবে শহরে অথবা গ্রামে। রাতারাতি বোনটাকে লইয়া কোথায় উধাও হইয়া গেল কুমুদ ? এ বিবাহে পরানের আনন্দ হয় নাই, শুধু শশীর মুখ চাহিয়া সে সম্মতি দিয়াছিল। চিরদিন সব ব্যাপারে শশীর উপরেই সে নির্ভর করিয়া আসিয়াছে। হােক সে গরিব গ্ৰাম্য গৃহস্থ, মতির সে