পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOOkS. in পুতুলনাচের ইতিকথা 8 Sv) মুখের উপদেশ শুনিয়া অভিভূত হইয়া যাইতে হয়, এক অপরূপ আনন্দে অন্তর ভরিয়া যায়, এক অনায়াত্ত অধ্যাত্ম জগতে উত্তীর্ণ হওয়ার জন্য ব্যাকুলতা জাগে অপরিসীম। পাগলদিদি কাতরকণ্ঠে বলেন, এ কী হল। শশী? শশী চুপচাপ ভাবে। একদিন সে যাদবকে বলে, পণ্ডিতমশায়, রথের দিন আমাদের ছেড়ে যাবেন যদি ঠিক করেই থাকেন, এখানে থেকে কী করবেন ? পুরী চলে যান না ? রথের আসল উৎসব হয় সেখানে, এখানে তো কিছুই নেই। বাবুদের বাথ সবচেয়ে বড়ো তাও তিন হাতের বেশি উঁচু হবে না। আপনাব পুরী যাওয়াই উচিত। যাদবের যেন চমক ভাঙে।-পূবী যেতে বলছ? শশীর ভযা হয যে পুরী যাইতে বলার আসল অর্থ যাদব হয়তো বুঝিতে পারেন নাই। কত ভাবিয়া যাদবের সমস্যার এই সমাধান সে আবিষ্কার করিয়াছে! পুরী যান বা না যান যাদব, এত বড়ো দেশটা পড়িযা আছে, পুরী যাওয়ার নাম করিয়া যেখানে খুশি তিনি চলিয়া যাইতে পারেন, বাস করিতে পারেন অজানা দেশে অচেনা মানুষের মধ্যে, রথের দিন না মরিলেও যেখানে তঁহার লজ্জা নাই। স্পষ্ট করিয়া যাদবকে কথাটা বুঝাইয়া বলা যায় না। ভান তো যাদব শশীর কাছেও বজায় রাখিয়াছে। সে ইঙ্গিতে বলে, জিনিসপত্র নিয়ে পাগলদিদিকে সঙ্গে করে পুরীই চলে যান পণ্ডিতমশায়,-- গায়ের লোক হইচই করে যে কষ্টট আপনাকে দিচ্ছে! শেষ সময়টা স্বস্তি পাচ্ছেন না । সেখানে কেউ আপনাব নাগাল পাবে না। পাগলদিদি মেঝেতে এলাইয়া পড়িয়া ছিলেন, সহসা উঠিয়া বসেন। যাদব সবিস্ময়ে চাহিয়া থাকেন শশীর দিকে। শশী আবার ইঙ্গিতে বলে, পুরী যাবার নাম করে বেরিয়ে পড়ুন। তারপর পুরীই যে আপনাকে যেতে হবে তার তো কোনো মানে নেই? অন্য কোনো তীর্থে যেতে চান, পথে মত বদলে তাই যাবেন। অচেনা লোকের মধ্যে শেষ কটা দিন শান্তিতে কাটিয়ে দিতে পারবেন। গভীরভাবে মাথা নাড়ে শশী,—এ ছাড়া গায়ের লোকের হাত থেকে আপনাব রেহাই পাবার আর তো কোনো পথ দেখতে পাই না। কী বলছ শশী ? শেষকালে পালিয়ে যাব ?--যাদব বলেন। পালিয়ে কেন ? তীর্থে যাবেন।-বলে শশী । যাদব কী ভাবেন কে জানে, দপ করিয়া জ্বলিয় ওঠেন আগুনের মতো। রাগে। কঁাপিতে কাঁপিতে বলেন, আমার সঙ্গে তুমি পরিহাস করছি শশী, ঠাট্টা জুড়েছ! আমি ভণ্ডামি আরম্ভ করেছি ভেবে নিয়েছ, না? কোনোদিন আমাকে তুমি বিশ্বাস করনি, চিরকাল ভেবে এসেছ আমার সব ভড়ং,-লোক ঠকিয়ে আমি জীবন কাটিয়েছি! দুপাতা ইংরেজি পড়ে সবজান্তা হয়ে উঠেছ, এ সব তুমি কী বুঝবে? কী তুমি জান যোগসাধনের ? তুমি তো ম্লেচ্ছাচারী নাস্তিক! স্নেহ করি বলে কখনও কিছু বলিনি তোমাকেউপদেশ দিয়ে ধর্মের কথা বলে বরং চেষ্টাই করেছি। যাতে তোমার মতিগতি ফেরে। আসল শয়তান বাস করে তোমার মধ্যে, আমার সাধ্য কী কিছু করি তোমার জন্যে। যাও বাপু তুমি সামনে থেকে আমার, তোমার মুখ দেখলে পাপ হয়। কে জানিত শশীকে যাদব এমন করিয়া বকিতে পারেন। এ জগতে, পাগলদিদির পর সে-ই তার সব চেয়ে মেহের পাত্ৰ! মুখ দেখিলে পাপ হয়! ম্লেচ্ছাচারী, নাস্তিক। মরণ অথবা অপযশের মধ্যে একটা যাকে বাছিয়া লাইতে হইবে কদিনের মধ্যে, তাকে বঁচিবার উপায় বলিয়া দিতে যাওয়ার কী অপরূপ পুরস্কার! যাদবের তিরস্কারে শশী ছেলেমানুষের মতো দুঃখে অভিমানে কাতর হইয়া থাকে।