পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOOkS. in পুতুলনাচের ইতিকথা 8(?ー) এ সব কী ভীষণ দুর্বোধ্য ব্যাপার? মাথা খারাপ হইযা গেল নাকি জয়ার ? বাকি রান্না মতি সেদিন রাঁধিতে পারিল না। অনেকক্ষণ পাবে জয়ার ঘরের দরজায় আস্তে আস্তে ধাক্কা দিয়া সে মৃদুস্বরে জয়াকে ডাকিল। বাবকযেক ডাকাডাকি করিতে ভিতর হইতে জয়া বলিল, যা মতি যা, বিরক্ত কবিস मी उष्ठत ॥ কুমুদ ফেরা পর্যন্ত মতি চুপ কবিয়া ঘরে বসিয়া বহিল। সে বড়ো বিপন্ন বোধ করিতেছিল। এ সব জটিল খাপছাড়া ব্যাপাব সে বুঝিতে পারে না ; স্বামী-স্ত্রীব কলহ খুবই স্বাভাবিক, কিন্তু এ কোন দেশি কলহ পা জয়া যা বলিল, বনবিহারী যা বলিল, কী তার মানে ? মতির মনে হইতেছিল। এর মধ্যে কোথায় যেন তারও স্থান আছে, একেবারে জয়া ও বনবিহারীব মধ্যেই কলহটো সীমাবদ্ধ নয়। কী কবিয়াছে সে, কী দোষ তার ? কেহ যদি বলিয়া দিত মতিকে। অনেক বেলায্য কুমুদ ফিরিয়া আসিল। ঘরে বসাইয়া চাপা গলায় মতি তাহাকে যতখানি পাবে গুছাইযা সব বলিল। কুমুদ বলিল, তা হলেই সর্বনাশ মতি। মতি ব্যাকুলভাবে বলিল, কীসের সর্বনাশ ? কী হয়েছে ? বলো না বুঝিযে আমায় ? মাথা-ট্যথা ঘুবতে লেগেছে বাপু আমার। কুমুদ বলিল, পরে বুঝিয়ে বলল মতি, ভালো করে আমি নিজেই বুঝতে পারছি না কিছু। কী বিশ্ৰী গরম পড়েছে দেখছ? বাতাস করো দিকি একটু। মতি আজ অত্যন্ত বিচলিত হইয়া পডিয়াছিল, নতুবা বাতাস করিবাব জন্য বলিতে হইত না । ঠান্ড হইয়া কুমুদ স্নান করিতে গেল। খাওয়া দাওয়ার পর সটান বিছানায চিত হইয়া আয়োজন করিল। ঘুমেব। মতি বলিল, দিদিকে ডাকবে না একবার ? এখন % রেগে দরজা দিযে আছে, কে এখন ওকে ঘটাতে যাবে বাবা। মারতে আসবে। আমাকে ।

  • Tg, (3G3| q(.*

স্নান করিয়া মতি সবে খাইতে বসিয়াছে জয়া দবক্তা খুলিযা বাহিরে আসিল। রান্নাঘরে ঢুকিযা কলস হইতে এক গেলাস জল গড়াইয়া খাইল। মতি ভযে ভযে বলিল, তোমাদেব ঝগড়া হল কোন দিদি ? জয়া বলিল, তুই ছেলেমানুষ, ছেলেমানুষেব মতোই থাক না মাতি ? তারপর জয়া মতির ঘবে প্রবেশ করিল। মাতিব আর খাওয়া হইল না। উঠিতে ভয় করে, থালার সামনে বসিযা থাকাও অসম্ভব। কৌতুহল মতি দমন করিতে পাবিল না। উঠিয়া গিয়া দবাজার বাহিরে দাঁড়াইযা রহিল। জয়া বলিতেছিল, কুমুদ, এখানে তোমাদের আর থাকা হবে না। একশো টাকা মাইনে পাও, অন্য কোথাও থাকো গিযে, সুবিধামতো বাড়ি-টাড়ি আজকালের মধ্যেই দেখে নাও একটা। কুমুদ বিছানায় উঠিযা বসিয়াছিল, বলিল, বোসো না জয়া। বসে কী হল খুলে বলে সব। জয়া চেযারটাতে বসিল ; বলিল, বলাবলিতে লাভ নেই কুমুদ। তোমরা না গেলে, আমবা চলে যাব। কালেব মধ্যেই যাব। কুমুদ শান্তভাবে বলিল, বেশ তো, আমরাই উঠে যাব। কাল। সেটা কিছুই কঠিন নয়। কিন্তু কী হয়েছে আমাকে না বললে সে কোন দেশি কথা হবে ? তোমাকে বলতে বাধা নেই কুমুদ। না বলে পারবও না। এখনি শুনবে ? শোনো। বুঝবে কিনা জানি না কুমুদ। তুমি তো জানো আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম ? হঠাৎ জানতে পেরেছি की जन5 काश । কীসে তা জানলে ?