পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৫০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in গ্ৰন্থপরিচয় পত্রিকার পাঠ কাল দেখব, তাবাপর ঘরদোবে আমিও আগুন ধবিয়ে দেব। ওল্যে সৰ্ব্বেনাশী ষ্টুড়ি, উকি মেরে দেখিস, কোন লজ্জায় ? আয, ইদিক আয়, হতভাগি৷ ” ° ७७१ হেরম্বেব সবচেযে, মুস্কিল হযেছে। এই যে, আনন্দেব সংশ্রবে এসে তাপ মন এমন দুকলি অথবা বিশপ্রেমিক হয়ে ऐ?gष्टं श्, ৬১৮ -সে অকথ্য দুঃখ ও সে দেয না। ৩বু মাতালেব মদই চাই। জলে ৩ােব তৃষ্ণ মেটে না। *५५ (८.१.ं भद्रं ऊँ ञ् । ‘চল ফুিবি } शृ ७२» ও<ল সত্যি কোন উপায় নেই। আজকাল কি প্রার্থনা কবি ଐic୍ ? সুপ্রিয়া আঁজলা করে সমুদ্রেব জল তুলে বিবৰ্ণ সীথি ঘসে ঘসে ধুযে ফেললে। বঁ হাতেৰ আঙগাল থেকে আংটি ও কণ্ডিজ থেকে লোহা ও শাখা খুলে সমুদ্রে ছুড়ে ফেলে দিলে। “আমি যখন বেবিযে শুমাসি, ওব একশ পাঁচ ডিগ্রি জুব। ও মবেই যাক। শান্তি পাবে।” SS বিচলিত হলে চলবে কেন ? তুই নিজে যা বললি তার চেয়ে আমার কথাটা নিশ্চয় ভয়ানক নব্য ?” “মিথ্যে বলে আপনার কথা ভয়ানক । ‘কোেনা মিথ্যে বুঝিযে দে। হাত জোড় করে ক্ষমা চাইব ।” পৃ ৬২১ “আমাৰ কথাটা সেই জনাই হয়ত মিথ্যা নয়, সুপ্রিয়া। অশোককে আমি যদি শিখণ্ডীব মত সামনে খাড়া করে না রাখি, তাতে তোর সুবিধা আছে বইকী।’ সুপ্রিয়া ক্ৰন্দনবিমুখ আহত শিশুর মত মুখ ক। " বললে, ‘ইচ্ছে কবে আমাকে অপমান করার জন্য একথা যদি বলতেন, ফিরে গিয়ে এখুনি আমি বিষ খেতাম।” পৃ ৬২১ হেরম্বকে আবিষ্কারের গৌরব থেকে বঞ্চিত করে আনন্দ একথা স্বীকার করলে, ‘কেন তা হয় ? আমার খুব ছোটাে মন বলে ?” বঙ্গশ্ৰী, পৌষ ১৩৪১, পৃ ৭৪৪ (OS গ্ৰন্থখুত পাঠ কোন হিসাবে ? আমি টেব পেলে কি সে যেতে পারত, হেরম্ব ! দুহাতে ভর দিয়ে পিছনে হেলে মালতী আধাব বলল, আদেষ্ট দেখেছ, হেরম্ব ? আজ আমার জন্মদিন, জ্বালাতন করব, তাই পালিয়ে গেল। মালতীব গাল আর চিবুকের চামড়া কুঞ্চিত হয়ে আসছিল, রক্তবর্ণ চোখ দিয়ে জল গড়িযে পড়ল। --একেবারে পাগল, হেব্বস্ব, উম্মাদ।। গেছে যাক, আজ দেখল কাল দেখব। তারপর ঘবন্দোরে। আমিও ধরিয়ে দেব আগুন। . ওলো সর্বনাশী উকি মেরে দেখিস কোন লজ্জায় ? আয়, ইদিকে আয়, হতভাগি । মা বচনাসমগ্র ১- পৃ ৩১৫-৩১৬ হেরম্বেব সবচেয়ে মুশকিল হযেছে। এই যে, আনন্দেব সংস্রবে এসে তাব মন এমন দুর্বল হয়ে উঠেছে। মা বচনাসমগ্র ১, পৃ. ৩১৬ .. সে বকম অসহ্য দুঃখও সে দেয না। তবু সেই দুঃখই তাব চাই, তাকে পরিহার করা যাবে th ! চল ফিবি । মা বচনাসমগ্র ১, পৃ. ৩১৮ ওবা সত্যি কোনো উপায় নেই। [বাকি অংশ বর্জিত] মা রচনাসমগ্র ১, পৃ. ৩২০ বিচলিত হলো চলবে কেন ? ওব ভালোমদেব দায়িত্ব তোবও অনেকখানি আছে বইকী। [বাকি অংশ গ্রন্থে বর্জিত] মা বচনাসমগ্র ১, পৃ. ৩২০ লড়াই বাধ্যচ্ছিস তুই; আমি লড়াই করতে চাইনি, সুপ্রিয়া। এই কঠোর কথায় সুপ্রিয়া ক্ৰন্দনবিমুখ আহত শিশুর মতো মুখ করে বলল, ইচ্ছে করে আমাকে অপমান করার জন্য এ কথা যদি বলতেন, ফিবে গিযে আমি বিষ খেতাম । মা রচনাসমগ্র ১, পৃ. ৩২০ হোিবশ্বকে আশ্চৰ্য্য কবে দিয়ে সহজভাবে আনন্দ এ কথা স্বীকার করল, কেন তা হয়? আমার মন ছোটো বলে * মা রচনাসমগ্র ১, পৃ. ৩২৩