পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৫৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in Y8fobr δS N8 SSS Ο δξσ SRS Sw8 Sw YON R

vebr

মানিক বন্দ্যোপাধ্যায় : জীবনপঞ্জি জন্ম, ১৯ মে মঙ্গলবাব। বঙ্গাব্দ ১৩:১৫, ৬ জ্যৈষ্ঠ। জন্মস্থান সাঁওতাল পরগনার অন্তর্গত দুমকা শহৰ। পৈতৃক নিবাস বর্তমান বাংলাদেশ ঢাকা, বিক্রমপুরের অন্তৰ্গত মালপদিয়া গ্রাম। পিতা হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতা নীরদ দেবী। পিতামাতার পঞ্চম পুত্ৰ-পিতৃদত্ত নাম প্ৰবোধকুমার বন্দোপাধ্যায়, ডাকনাম মানিক । পিতা কলকাতা বিশ্ববিদ্যালযেব বিজ্ঞান-বিভাগের গ্র্যাজুয়েট। সেটেলমেন্ট বিভাগের কানুনগো এবং শেষপর্যন্ত সাব-ডেপুটি কালেকটব পদে পিতার চাকুরির সূত্রে লেখকের বাল্য-কৈশোব ও ইস্কুলের শিক্ষাজীবন বিক্ষিপ্তভাবে অতিবাহিত হয় উড়িষ্যা, বিহাব ও অখণ্ড বাংলার এক বিস্তৃত অঞ্চলে-প্রধানত দুমকা, আড়া, সাসাবাম, সমগ্র মেদিনীপুব জেলাব বিভিন্ন অংশ, কুমিল্লাব অন্তর্গত ব্ৰাহ্মাণবেড়িয়া, বারাসত, কলকাতা, ময়মনসিংহ জেলার টাঙ্গাইল প্রভৃতি স্থানে। LSJ SrkSTDDDB KSkukBBDDS BBgSSLeOBS gD DmDDg DeukegS MDDBDS DTS AgkgEg ssLDD KDDe BkBEE Jkek ek S বঁকুডার ওযেসলিয়ান মিশন কলেজ থেকে প্রথম বিভাগে আই এসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজে অঙ্কশাস্ত্ৰে অনার্স নিয়ে বি এসসি ক্লাসে ভর্তি হন। এই বছরেই কলেজেব সহপাঠীদের সঙেগ তর্কে বাজি ধরে প্রথম গল্প অতসী মামি” রচনা করেন এবং বঙ্গাব্দ ১৩৩৫-এাব পৌষসংখ্যা (ডিসেম্বব ১৯২৮) ‘বিচিত্র’-পত্রিকায় তা ছাপা হয়। প্রথম গল্পেব লেখক হিসাবে ডাকনাম “মানিক’ ২৭/&'লেব কাহিনি নিজেই পববর্তীকালে ‘গল্প লেখার গল্প” নামক রচনায় বলেছেন। (আকস্মিকভাবে প্রথম গল্পবচনাব আগেই. কবিতা লিখে সাহিত্যচর্চা শুরু করেন। ষোলো বছর বযসে। এই কৈশোবক কবিতাচৰ্চাব নির্দশন প্রায় ১০০টি কবিতাৰ সম্পূর্ণ একটি খাতা লেখকের ব্যক্তিগত কাগজপত্রের মধ্যে পাওয়া যায় ।) ‘বিচিত্র-পত্রিকাতেই প্রকাশিত হয় দ্বিতীয় ও তৃতীয় গল্প ‘নেকি’ (আষাঢ় ১৩৩৬) ও “বাঘাব পূজা’ (ভাদ্র ১৩৩৬)। প্রথম উপন্যাস দিবাকাত্রিব কাব্য’ব আদি বচনা এই বছরেই শুরু হয়। ক্ৰমে সাহিত্যচর্চায় আগ্রহ পালিবারিক মতবিবোধেব কাবণ হয়ে ওঠে—শেষপর্যন্ত কলেজের শিক্ষা অসমাপ্ত রেখে সাহিত্যকর্মেই সম্পূৰ্ণভাবে আত্মনিয়োগ কবেন। বঙ্গাব্দ ১৩৪১-এবা বৈশাখ সংখ্যা “বঙ্গশ্ৰী”-পত্রিকায় “একটি দিন’-নামক বড়োগল্পেব আকাবে প্রথম উপন্যাস “দিবা।বাত্রিব কাব্য’ শুবু হয় ; ক্ৰমে একটি সন্ধ্যা’, ‘বাত্রি’, এবং শেষপর্যন্ত দিবা।বাত্রির কাব্য’-নামে ধািববাহিক প্রকাশেব পাব পৌষ ১৩৪১-এ উপন্যাসটি সম্পূৰ্ণ হয। একই বহুবে ‘পূর্বাশ'-পত্রিকায় ধাবাবাহিকভাবে শুবু হয ‘পদ্মানদীর মাঝি’, কিন্তু ’পূর্বশাবি প্রকাশ অসম্পূর্ণ থাকে। পূৰ্ণবতী বছবেব ডিসেম্বব কিংবা বর্তমান বছবেব জানুযাবি, বঙ্গাব্দ ১৩৪১-এর পৌষ সংখ্যা থেকে, “ভাৰতবৰ্ষ'- পত্রিকায় শূলু হয় ‘পুতুলনাচেব ইতিকথা”। এই বছবেই গ্রন্থকাব হিসাবে লেপকেব। প্রথম আবির্ভাব। উপন্যাস ‘জননী, প্রথম গল্পগ্রন্থ ‘অতসী মমি, এবং গ্ৰন্থৰূপে পবিমার্জিত ও রূপান্তরিত “দিবা।বাত্রিব কাব্য’, পর-পৰ্ব্ব প্রকাশিত হয় যথাক্ৰমে মার্চ, অগাস্ট ও ডিসেম্বব মাসে। বর্তমান বছরে বই কোনো-এক সমযে লেখক মৃগীবোেগ বা Epilepsy-র আক্রমণে প্রথম আক্ৰান্ত হন—চিকিৎসাব অতীত এই ব্যাধি ছিল তার আমৃত্যু সঙ্গী। একই বছরে প্রকাশিত হয় তিনটি উপন্যাস-"পদ্মানদীব মাঝি, ‘পুতুলনাচেব ইতিকথা” ও “জীবনের জটিলতা' । একমাত্র প্রকাশিত গ্ৰন্থ ‘প্রাগৈতিহাসিক, লেখকের দ্বিতীয় গল্পগ্রন্থ। মেট্রোপলিটান প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং হাউস লিমিটেড-এর পরিচালনাধীন মাসিক ও সাওহিক ‘বঙ্গশ্রী”-র তৎকালীন সম্পাদক ছিলেন। কিবণকুমাব রায়। বর্তমান বছরেব শেষভাগে টালিগঞ্জ, দিগম্বরীতলার পৈতৃক বাড়িতে বসবাস শুরু ; পরবর্তী এগারো বছর, পিতা ও অপর তিন ভ্ৰাতাব একান্নাবতী সংসারে, উক্ত বাড়িতেই বাস কবেন। ১১ মে, ২৮ বৈশাখ ১৩৪৫ বঙ্গাব্দ, ময়মনসিংহ গবর্নমেন্ট গুরুট্রেনিং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিক্রমপুর পঞ্চসার নিবাসী প্ৰয়াত সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের তৃতীয় কনা শ্ৰীযুক্ত কমলা দেবীর সঙ্গে বিবাহ। জুলাই ও সেপ্টেম্বব মাসে প্রকাশিত হয় যথাক্ৰমে উপন্যাস ‘অমৃতস্য পুত্রাঃ’ ও গল্পগ্রন্থ 'মিহি ও মোটা কাহিনি।