পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in জননী AS ভেসে যাবে না ওবা ? এ বুডো যদিন আছে, সংসাব তোর একভাবে চলে যাবে শ্যামা, কেন তুই ভেবে ভেবে উতলা হয়ে উঠিস ? শ্যামার চোখে জল আসে। কালতলায় রাণী বাসন মাজিতেছে,-এতক্ষণ ও কাজ তাকেই করিতে হইত, নিজের মামা ছাড়া তাহা অসহন হইত। কার? সংসারে আত্মীয়ের চেয়ে আপনাব কেহ নাই। মানুস কবি যা বিবাহ দিয়াছিল, তারপর কুডি বছর দেশবিদেশে ঘুরিয়া আসিয়া আত্মীয ছাড়া কে মমতা ভুলিযা যায না ? শ্যামাকে উপার্জনের অনেক পন্থার কথা শুনাইবার পর যে পস্থাটি অবলম্বন করা চৈত্র মাসের মধ্যেই মামা স্তিব কবিয়া ফেলিল শ্যামাকে একদিন তাহাব আভাসটুকু আগেই সে দিয়া রাখিয়াছিল। শুভ পযলা বৈশাখ তারিখে মামা দোকান খুলিল। বডো বাস্তায় গলিব মোডের কাছাকাছি ছোটো একটি দোকানঘৰ খালি হইয়াছিল, বারো টাকা ভাডা। গলি দিয়া বালতিনেক পাক খাইয়া শ্যামাব বাডি পৌছিতে হয়, একদিন বাড়ি ফিরিবার সময় ‘এই দোকান ভাডা দেওয়া যাইবে’ খড়ি দিয়া অাঁকাবঁকা অক্ষত্রে এই বিজ্ঞাপনটি পাঠ করিবামাত্র মামার মতলব স্থিৰ স্পষ্টয়া গেল। ঘবটি ভাডা লইযা মামা মনোহাবি দোকান খুলিযা বসিল। ছোটাে দোকান, পুতুল খাতা পেন্সিল চা বিস্কুট পজেনচুস হ্যারিকেনেবা ফিতা মাথার কাটা সিঁদুর এই সব অল্প দামি জিনিসেব, দুবোতল সুবাসিত পরিশোধিত নাবিকেল তৈলের বোতালেব চেয়ে দামি জিনিস মামার দোকানে বহিল। কিনা সন্দেহ। কাচেব কেস আলমাৰি প্ৰভৃতি কিনিয়া দোকান দিয়া বসিতে দুশো টাকার BB DBBD D HD JDBBDBB DD BBBgB BBu BkBBS দুশো টাকা মামা পাইল কোথায ? জিজ্ঞাসা কবিলে মামা বলে, শিষ্য দিযেছে। কেমন শিষ্য জানিস শামা, বোম্বাই শহলের মার্চেন্ট জুযোেলাব,--- লাখোপতি মানুষ। প্ৰয়াগে কুম্ভমেলায় গিযে হাজার হাজার ছাইমাখা সন্ন্যাসীবি মধ্যে গেরুয়! কাপড়টি শুধু পরে গায় একটা কুর্তা চাপিযে একাধারে বসে আছি, না একধ্বতি ভস্ম না একটা বুদ্ৰাক্ষ, জটাফটা তো কস্মিনকালে রাখিানে,-ওই অত সাধুর মধ্যে লাখোপতি মানুষটা কবলে কী, অবাক হয়ে খানিক আমায় দেখলে, দেখে সটান এ ১ লুটিয়ে পড়ল পায়ে। বলল, বাবা এত ঝুটা মালের মধ্যে তুমি সাচ্চা সাধু, তোমাব ভড়ং নেই, অনুমতি দাও সাধু সেবা করি।-- মামা অকৃত্ৰিম আত্মপ্রসাদে চোখ বুজিযা। মৃদু মৃদু হাসে। শ্যামা বলে, তা যদি বল মামা, এখনও তোমার মুখে চোখে যেন জ্যোতি ফোটে মাঝে মাঝে । কিছু পেয়েছিলে মামা, সাধনাব গোড়াব দিকে সাধুরা যা পায়টায়, ক্ষেমতা না। কী বলে কে জানে বাবু--তাই কিছু ? মামা নিশ্বাস ফেলিয়া বলে, পাহনি ?--- ছেড়েছুড়ে দিলাম বলে, লেগে যদি থাকতাম শ্যামা— । দোকান কবার টাকাটা। তবে ভক্তই দিয়াছে ? শ্যামার সেই হল "গুগল টাকায় হাত পড়ে নাই ? শ্যামার মন খুতখুঁত করে। কুড়ি বড়ুব অদৃশ্য থাকিবার রহস্য-আকবণটি একসঙ্গে বাস করিতে করিতে মামার চারিদিক হইতে খসিমা পড়িতেছিল, শ্যামা যেন টের .ইতেছিল। দীর্ঘকাল দেশবিদেশে ঘুরিলেই মানুষের কতগুলি অপার্থিব গুণেব সঞ্চার হয় না, একটু হয়তো খাপছাড়া স্বভাব হইয়া যায় তার বেশি আর কিছু নয়, বিনা সঞ্চয়ে ঘুরিয়া বেড়ানো ছাড়া হয়তো এ সব লোকের দ্বারা আর কোনো কাজ হয় না। মামা যে এমন একটি ভক্তকে বাগাইয়া রাখিয়াছে চাহিলেই যে দু-চারশো টাকা দান করিয়া বসে, শ্যামার তাহা বিশ্বাস কবিতে অসুবিধা হয়। তেমন জবরদস্ত লোক তো মামা নয় ? একদিন সন্ধ্যার পর চাদরে গা ঢাকিয়া শ্যামা দোকান দেখিয়া আসিল। দোকান চলিবে ভরসা। হইল না। শ্যামা স্টেরস-এর সামনে রাস্তার ওপারে মস্ত মনোহারি দোকান, চারপাঁচটা বিদ্যুতের আলো,