পাতা:মিলটনকৃত কাব্য - প্রথম খণ্ড.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ८१) ঈশ্বর বিরুদ্ধাচারী দুরায় নৃপতি । বেথেল ও ড্যান স্থানে করিয় ভকতি | গবাকারে স্বস্রষ্টারে করিলে ভঞ্জন । হুইল দ্বিগুণ রূপে সে পাপ বৰ্দ্ধন . সেই স্বষ্টিকৰ্ত্ত নিশিযোগে এক দিন । মিসর প্রদেশ হৈতে যাওঁন কালীন } সে দেশস্থ লোকদের পুত্র ভাiদ জত । আর পশুরুলকারি দেবগণ যত ! স্বয়ং জীবি সে সকলে দিম! একঘিাত । করিলেন বিনাশিত সবে অকস্মাৎ । বিলিয়েল নামে দূত দেখ পরিশেষে । করলেক আগমন শুন সবিশেষে ; পাপীয়া কামুক আর দেখ তার মন্ত । ১ রাজা ১২,২৮-৩৩ পদে এমস্ত বর্ণিত আছে যে জরিবে৷ য়াম নাম নরপতি ছুই স্বর্ণময় গোবৎস নিৰ্ম্ম;ৎ করণানন্তর ইস্রারেল রাজ্যের দুই অন্তঃসীম অর্থাৎ বেথেল (যেখা নে যাকুব বিখ্যাত শ্বপ্ন দেখিয়াছিলেন) এবং ডুনি নামক স্থানে ঐ দুই স্বর্ণময় গোয়ওস, স্থাপন করিয়া ঐ পাপ দ্বিগুণৰূপে বৃদ্ধি করিল। . . . rধৰ্ম্মগ্রন্থের ছাত্র পুস্তুকের পাঠ করিলে এতদ্বিধয় উত্তম রূপে বিক্ষিত টহুধেন : ;