পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• क्षेत्र अक्क । YYY আমার এই বান্ধবদের মধ্যে কেহ কেহ বিপক্ষের কোষ,— কেহ বা বিষয়-সম্পত্তির প্রার্থী। আমাকে যে তিনটি অলঙ্কার পাঠাইসাছেন, তাহ প্রাপ্ত হইয়াছি। পত্রের শূন্ততা-দোষ পরিহারের নিমিত্ত, অমিও যৎকিঞ্চিৎ পাঠাইতেছি, গ্রহণ করিবেন। এবং অতি বিশ্বস্ত পরমাত্মীয় সিদ্ধার্থকের প্রমুখাৎ আর যাহা কিছু বাচিক শ্রবণ করিবেন।” সল –সখা ভাগুরায়ণ ! এ পত্রের মৰ্ম্মার্থ কি ? ভাগু –বাপু সিদ্ধার্থক, এ পত্ৰখানি কার লেখা ? সিদ্ধা ।—আমি তো তা জানিনে মশায় । ভাগু।– ধূৰ্ত্ত ! তুমি পত্র নিয়ে যাচ্চ, অথচ জানন কার পত্র ?— আচ্ছা ও কথা যাক—তোমার প্রমুখাৎ বাচিক কে শুনবে বল দিকি ? সিদ্ধা -( ভরের অভিনয় ) আপনি । ভাগু ।—কি !—আমি ? সিদ্ধ –আপনিই তো আমাকে ধৃত করেছেন—কিন্তু কি কথা আমি কিছুই জানি নে। ভাণ্ড –(সক্রোধে) এইবার জানবে। বাপু ভাস্বরক ! একে বাহিরে নিয়ে গিয়ে, যতক্ষণ না সব কথা বলে, ততক্ষণ প্রহার কর । রক্ষী।—যে আজ্ঞে । ( সিদ্ধার্থককে লইয়া প্রস্থান এবং পুনঃ প্রবেশ করিয়া ) মারতে মারতে এর বস্ত্র হতে নামমুদ্রাঙ্কিত একটা অলঙ্কারের পেটকা পড়ে গেল । ভাণ্ড –( দেখিয়া ) কুমার—এতেও রাক্ষসের নাম মুদ্রাঙ্কিত । মল –এই সেই দ্রব্য যাতে পত্রের শূন্তত পূরণ হয়েছে। এই