পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ंभ् एषश्नः । ) సె আদর করবেন না । ( প্রকাশ্বে ) কুমার ! শকটদাস কখনই অমাত্য রাক্ষসের সাম্নে এ পত্র তার লেখা বলে’ স্বীকার করবে না, অতএব তার লিখিত অন্য এক পত্র আনা হোক – তা হলে তার সঙ্গে অক্ষর মিল করে দেখলেই সব জানা যাবে। o মল।—বিজয়া ! আচ্ছা তাই করা হোক । ভাগু –কুমার, আর তার মুদ্রাটিও যেন আনা হয়। মল –আচ্ছ, অন্য পত্র ও মুদ্রা দুই নিয়ে এসে । প্রতী।—যে আজ্ঞে কুমার । ( প্রস্থান করিয়া পুনঃ প্রবেশ ) এই লকটদাসের স্বহস্তে লেখা পত্র ও মুদ্রা । মল।– দেখিয়া ) মহাশয় ! অক্ষরের বেশ মিল দেখা যাচ্চে । স্বাক্ষ –(স্বগত) ইঃ, লেখার অক্ষরে মিল আছে বটে। আচ্ছা, শকটদাস তো আমার মিত্ৰ—কিন্তু এই পত্রের অক্ষরে যে তার বিপরীত সাক্ষ্য দিচ্চে ।” তবে কি সত্যই এ পত্র শকটদাসের লেখা ? নশ্বর অর্থের লোভে, অবিনাশী যশোমানে দিয়া জলাঞ্জলি স্ত্রী-পুত্রের স্মরি দশা, প্রভুভক্তি বন্ধুত্ব কি ভূলিল সকলি ? না—তার আর কোন সন্দেহ নাই । তারই এ অজুলী-মুদ্রা, সিদ্ধার্থক মিত্র শকটের, অন্য পত্রে সাক্ষ্য দেয় —এই পত্র তাহারি হাতের ।