পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రి$9 মুদ্রা-রাক্ষস । দেখা যাক। (নিকটে অগ্রসর হইয়া একাণ্ডে ) বাপু হে। তুমি করচ কি ? ব্যক্তি – (সাশ্রলোচনে ) প্রিয়সখার বিনাশে শোকগ্ৰস্ত ব্যক্তি যা করে থাকে, আমি তাই করচি। রাক্ষ । (স্বগত) প্রথমে দেখেই আমি বুঝেছিলেম, এ একজন আমার মতন হতভাগ্য দুঃখাৰ্ত্ত ব্যক্তি। আচ্ছ, একে জিজ্ঞাসা করে” দেখি । ( প্রকাশ্বে ) ওছে বাপু, আমাদের দু-জনেরই সমান অবস্থা। যদি বিশেষ গোপনীয় না হয়, তা হলে আমি শুনতে ইচ্ছা করি, তুমি কেন আত্মহত্যা করতে যাচ্চ। ব্যক্তি –(নিরীক্ষণ করিয়া ) এ গোপনীয়ও নয়, বিশেষ গুরুতর ব্যাপারও নয় । প্রিয়সখার বিনাশে আমার হৃদয় এতটা কাতর হয়েছে যে মরণের বিলম্ব আর তিলাৰ্দ্ধ সহ হচ্চে না । স্বাক্ষ —(নিশ্বাস ফেলিয়া স্বগত) সুহৃদের বিপদে আমি যে পরের মত উদাসীন হয়ে আছি, এ যেন সেইজন্তই আমাকে তিরস্কার করচে। ( প্রকাশুে ) বাপু, যদি গোপনীয় কথা না হয-— কিম্বা বিশেষ গুরুতর ব্যাপারও না হয়, তা হলে আমি শুনতে ইচ্ছা করি, তোমার দুঃখের কারণটা কি । ব্যক্তি —মহাশয় যখন বারবার জিজ্ঞাসা করচেন, কি করি, আচ্ছ। তবে বলি শুনুন । এই নগরে জিষ্ণুদাস নামে একজন শ্রেষ্ঠ বণিক আছেন । রাক্ষ –(স্বগত) জিষ্ণুদাস তো চন্দনদাসের পরম মিত্র। ব্যক্তি —তিনি আমারও প্রিয়বন্ধু । স্বাক্ষ।--(মহুর্ষে স্বগত ) এ যে বলচে ওর প্ৰিয়বন্ধু। তবে তো