পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । Y (t চাণ –(স্বগত) জীবসিদ্ধি তো আমারই চর। ( প্রকাশ্যে ) বাপু ! তার পর, আর কে ? চর।—আর একজন হচ্চে—অমাত্য রাক্ষসের প্রিয়বয়স্য শকটদাস নামে একজন কায়স্থ । চাণ।—(হাসিয়া স্বগত) কায়স্থ ?—সেতে ক্ষুদ্র প্রাণী। যাহোক, সামান্য শক্রকেও অবজ্ঞা করা উচিত নয়। তার উচ্ছেদের জন্ত আমি মুহৃদ ছদ্মবেশী সিদ্ধার্থকে নিযুক্ত করেছি। ( প্রকাশ্যে) তৃতীয় ব্যক্তিটি কে গুনি ? চর।—{ হাসিয়া ) তৃতীয় ব্যক্তি হচ্চে—অমাত্য রাক্ষসের দ্বিতীয় হৃদয়-তুল্য পুষ্পপুর-নিবাসী মণিকার-শ্রেষ্ঠ, নাম চনানদাস, যার গৃহে অমাত্য রাক্ষস আপনার স্ত্রীপুত্রকে রেখে নগর হতে পলায়ন করেছেন। .চাণ।—(স্বগত) তবে নিশ্চয়ই সে রাক্ষসের পরম স্বহৃৎ। আত্মীয়সমান মা হলে, স্ত্রীপুত্রকে কখনই তার কাছে রেখে ক্ষেত না । (প্রকাশ্যে) আচ্ছ, বাপু তুমি জানলে কি করে চন্দ্রনাসের গৃহে রাক্ষস তার স্ত্রীপুত্রকে রেখে গেছেন। एब -*ांकूब, थरे अचूर्णी-पूजा ८तृष्णहे आननि नयल अवशङ হতে পারবেন। (মুদ্রা প্রদান ) চাণ —(মুদ্রা লইয়া অবলোকন ও পাঠ করণ) এ ষে রক্ষসের নাম দেখচি। (সহৰ্ষে স্বগত) বাহোক, রাক্ষসের অঙ্গুলী-মুদ্রাটি তো আমাদের হস্তগত হল। (প্রকাশ্যে) অঙ্গুলীমুদ্রাটি করে” পেলে বল দিকি ? * * - চর।—ঠাকুর গুজুন তৰে বলি। আমাকে তে আপনি পৌরজনের ভাব-চরিত্র জানবার জন্ত নিযুক্ত করেছিলেন । তাই আমি