পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર g মুদ্রা-রাক্ষস । তাতে তাদের তো কোন দোষ হয় না। তবে, তাদের লুকিয়ে রাখাটাই দোষের বিষয় । চনা। —সে কথা সত্য । সেই সময়ে অমাত্য রাক্ষসের গৃহজনেরা আমাদের গৃহে ছিলেন বটে। চাণ।—প্রথমে বল্পে “সে সমস্তই অলীক”—তার পর এখন বল্‌চ “সেই সময়ে ছিলেন বটে”—এই বচন দুটি যে পরস্পর-বিরোধী । চনা।—আমি স্বীকার করচি, এ সমস্তই আমার বাকছল মাত্র। চাণ।—ওগো শেঠজি ! রাজা চন্দ্রগুপ্ত ছলনার কথা গ্রহণ করেন না, এখন তবে রাক্ষসের গৃহ-জনকে বিনা-ছলে আমাদের হাতে সমর্পণ কর। চন্দ –আমি তো নিবেদন করেছি, সেই সময়ে অমাত্য রাক্ষসের গৃহজন আমাদের গৃহে ছিলেন । চাণ।—এখন তবে কোথায় গেছেন ? চন্দ —জানি নে কোথায় গেছেন । চাণ।—(ঈষৎ হাসিয়া) জান না বটে ? ওগো শেঠজি, মস্তকের উপর ফণী—দূরে তার প্রেতিকার—বুঝলে ? তা ছাড়া, নন্দকে যেমন বিষ্ণুগুপ্ত—(অৰ্দ্ধোজি করিয়া লজ্জিত) চন্দ --(স্বগত ) উপরেতে ঘন ঘোর মেঘের গর্জন স্বদুরে দয়িতা, একি হল গো বিষম ? দিব্যৌষধি হিমালয়ে, শিরে ভুজঙ্গম। চাণ —দেখ শেঠজি, অমাত্য রাক্ষস চক্রগুপ্তকে উচ্ছেদ করবেন, একথা মনেও কোরো না । দেখ