পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ઝ মুদ্র-রাক্ষস । নেপথ্যে কলরব । চাণ।—শাঙ্গ রব ! শিষ্যের প্রবেশ । শিষ্য —আজ্ঞা করুন গুরুদেব । চাণ।—ব্যাপারটা কি জান দিকি । ( প্রস্থান করিয়া ব্যস্ত-সমস্ত হইয়া পুনঃ প্রবেশ ) গুরুদেব ! সিদ্ধার্থক বধ্যশকটদাসকে নিয়ে বধ্যভূমি হতে পলায়ন করেছে। চাণ।—(স্বগত) সাধু সিদ্ধার্থক সাধু! কাৰ্য্য তবে আরম্ভ হয়েছে দেখছি । ( প্রকাশুে ) কি ! পালিয়েছে ? (সক্রোধে ) বৎস, ভাগুরায়ণকে বল, শীঘ্র তাকে ধরে’ আনে। শিষ্য —(প্রস্থান করিয়া সবিষাদে পুনঃ প্রবেশ) গুরুদেব ! ভাণ্ড রাহ্মণও পলায়ন করেছে। চাণ -(স্বগত) কাৰ্য্য-সিদ্ধির জন্তই গেছে। (সক্রোধে প্রকাস্তে ) বৎস! হুঃখিত হয়ে আর কি হবে, আমার নাম করে ভদ্রভট্ট, পুরুষ দত্ত, হিঙ্গুরাত, বলগুপ্ত, রাজসেন, রোহিতাক্ষ, বিজয়বৰ্ম্ম এদের সবাইকে বল, শীঘ্র গিয়ে হরাত্মা ভাগুরায়ণকে ধরে” पञांrम । শিষ্য —যে আজ্ঞা গুরুদেব । ( প্রস্থান করিয়া সবিষাদে পুনঃ প্রবেশ )—গুরুদেব, দুঃখের কথা কি আর বলব—সকল প্রজাই প্রাণভয়ে আকুল ; ভদ্রভই প্রভৃতি তারাই সৰ্ব্বাগ্রে রজনী প্রভাত হবামাত্রই পলায়ন করেছে। চাণ।—(স্বগত) তাদের পথ নিৰ্ব্বিগ্ন হোক্ ! ( প্রকাঙ্গে ) বৎস : হুঃখ করে আর কি হবে। দেখ —