পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ মুদ্রা-রাক্ষস । দৃশ্ব —রাক্ষসের গৃহ । অমুচর-পরিবৃত হইয়া রাক্ষস সচিন্তভাবে আসীন। রাক্ষ —(উৰ্দ্ধদিকে অবলোকন করিয়া সাশ্র-নয়নে) ওঃ ! কি কষ্ট ! कि कट्टे ! चषंवि', নীতি ও বিক্রমগুণে যন্থ-কুল সম যেই কুল চিরকাল করিয়াছে রিপুলে সমূলে নিৰ্ম্মল, বিপুল সে নন্দ-কুলে উচ্ছেদ করিলা বিধি নির্দয় হইয়া আকুল এ চিন্তা-ভরে দিব রাত্রি আমি যে গে৷ রয়েছি জাগিয়া । কিন্তু বৃথা চিস্তা মোর—বৃথা এ কল্পনা, —বৃথা যথা ভিত্তি-বিনা চিত্রের রচনা ৷ পরের হইয়া দাস নীতিতে কামি যে মন করেছি নিবেশ তাহার কারণ নহে ভক্তির বিস্মৃতি কিম্বা বিষয়ে আবেশ, প্রাণের প্রচু্যতি ভয়, কিম্বা আপনার কোন গৌরব-বাসন, একমাত্ৰ হেতু তার শক্ৰ বধি’ মৃত সে রাজার আরাধনা। (আকাশের দিকে অবলোকন করিয়া সাশ্র-নয়নে ) ভগবতি কমলালয়ে ! তুমি আদপে গুগঞ্জ নও।