পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 २ সুন্দ্রা-রাক্ষস । যে সে এই সংস্কারাদি কার্য্য করেছিল, তার দরুণ চাণক্যবটুর মনে বিলক্ষণ সংশয় উপস্থিত হয় । তার পর, তার পর ? বির। —তার পর, দুৰ্ম্মতি চাণক্য শুভ লগ্নে অৰ্দ্ধরাত্রি সময়ে চন্দ্রগুপ্তের নন্দভবনে প্রবেশ হবে, এইরূপ শিল্পী ও পুরবাসীদের মনে ধারণা করিয়ে দিলেন । সেই সময় উপস্থিত হলে, পৰ্ব্বতেশ্বরের ভ্রাতাকে চন্দ্রগুপ্তের সহিত একাসনে বসিয়ে রাজ্যের অৰ্দ্ধাৰ্দ্ধি ভাগ করা হল । রাক্ষ —পূৰ্ব্বপ্রতিশ্রত রাজ্যাদ্ধভাগ পৰ্ব্বতেশ্বরের ভ্রাতা বৈরোধককে কি তবে সত্যই দেওয়া হয়েছিল ? বিরা । দেওয়া হয়েছিল বৈকি অমাত্য । রাক্ষ।–(স্বগত) চিরধূৰ্ত্ত চাণক্যবটু সেই নিরপরাধ পৰ্ব্বতেশ্বরের গুপ্তবধ সাধন করে’, যে অপবশের ভাগী হয়েছিল সেই অপযশ পরিহারার্থ, লোকের নিকট তার প্রতিপত্তি লাভের এইরূপ চেষ্টা । ( প্রকাশ্যে ) তার পর, তার পর ? বিরা ।—তার পর, প্রথমে তো প্রকাশ করা হয়েছিল চন্দ্রগুপ্তই অৰ্দ্ধরাত্রে ভবন প্রবেশ করলেন–কিন্তু তা না হয়ে, দুর্মতি চাণক্যের আদেশ ক্রমে, তুষার-স্বচ্ছ মুক্তাহারপরিশোভিত উজ্জল বৰ্ম্মে শরীর আচ্ছাদিত করে’, মণিময় উজ্জ্বল মুকুট মস্তকে এবং সুগন্ধ কুসুমমালা যজ্ঞোপবীতের ন্যায়, তিৰ্য্যকৃভাবে বক্ষঃস্থলে ধারণ করে বৈরোধক, চন্দ্রগুপ্তের বাহন চন্দ্রলেখা নামক হস্তিপৃষ্ঠে আরোহণ করলেন। চন্দ্রগুপ্তের অনুচর রাজলোক র্তার অনুগমন করতে লাগল—চির-পরিচিত লোকেরাও বৈরোধককে চিনতে না পেরে চন্দ্রগুপ্ত বলে ভ্রম করতে লাগল। বৈরোধক হস্তি-পৃষ্ঠে আরোহণ করে অভিবেগে নন্দভবন প্রবেশে