পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ज़र्डौञ्च पञझ । ፃ :: নন্দ-বিনাশের পর যে রোষাগ্নি ছিল প্রশমিত (আসন্ন মরণ নাকি ) • পুন তা করিছে প্রজ্জ্বলিত ? রাজা – (আবেগ-সহকারে স্বগত ) একি ! মন্ত্রিবর সত্যই -যে কুপিত হয়েছেন। পক্ষ্মের স্পন্দন ঘন, অরুণ-বরণ-আঁখি অশ্রুজলে তবু প্রক্ষালিত, ভুরুভঙ্গে ধুম-রাশি, নেত্রমাঝে রোষানল ঘোরতর হেরি প্রজ্জ্বলিত। মনে হয়, ধরা যেন রুদ্রের সে তাওবের রুদ্ররস করিয়া স্মরণ, চাণক্যের পদাঘাতে খুরথর কঁপি তবু কোন মতে করে তা বহন ॥ চাণ।—( কৃত্রিম কোপ সংহরণ করিয়া ) বৃষল ! বৃষল ! উত্তর প্রত্যুত্তরে প্রয়োজন নাই। যদি আমা.অপেক্ষ রাক্ষসকে তুমি যোগ্যতর বিবেচনা কর, তবে এই শস্ত্র তাকেই দেও (শস্ত্রত্যাগ করিয়া উঠিয়া আকাশে লক্ষ্য বদ্ধ করিয়া স্বগত) রাক্ষস ! রাক্ষস ! যে বুদ্ধির স্বারা তুমি কৌটিল্যের বুদ্ধিকে পরাজয় করতে চাও তোমার সেই বুদ্ধির এইতো চূড়ান্ত সীমা । দেখ শঠ চূড়ামণি রাক্ষস ! চাণক্য হইতে ভক্তি করি বিচলিত মৌর্য্যেরে জিতিবে মুখে—করি স্থিরীকৃত,