br● মুদ্রা-রাক্ষস । বীরের উচিত ভার নিজ স্কন্ধে করিয়া বহন —হয়, রণে প্রাণ দিয়া পিতৃ-পথে করিব গমন ; · নয়, মাতৃ-নেত্র হতে অশ্রুজল আকর্ষণ করি? সেই অশ্রী দিব আনি’ রিপু বধু-জন-নেত্ৰোপরি ॥ ( প্রকাশ্যে ) দেখ জাজলি ! আমার নাম করে আমার অমুযাত্রী রাজাদের বল, আমি একাকী অমাত্য রাক্ষসের নিকট অতর্কিত ভাবে সহসা গিয়ে তার প্রীতি উৎপাদন করব—অতএব তারi যেন আর কষ্ট করে আমার সঙ্গে না আসেন। কধু —যে আজ্ঞা কুমার। ( পরিক্রমণ করিয়া আকাশে) ভোঃ ভোঃ রাজন্তবর্গ কুমারের এই আদেশ, আপনারা যেন কেউ কুমারের অমুগামী না হন । ( দেখিয়া সহর্ষে ) এই যে, কুমারের আদেশ শোনবামাত্র সকল রাজাই ফিরে চলে গেলেন। দেখুন কুমার ! থামাইল কেহু অশ্ব টানিয়া খলিন, গরবে উঠায় অশ্ব গ্রীবা সুবঙ্কিম । সন্মুখের দুই পা নভোদেশে উঠে —আকাশ খুড়িছে যেন নিজ খুর-পুটে । কেহ বা থামায় নিজ মত্ত গজরাজে অমনি নীরব ঘণ্টা—আর নাহি বাজে।
পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/80/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%B8.djvu/page94-1024px-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%B8.djvu.jpg)