পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । సె') রাক্ষ —দেখ বাপু ! এই কৌমুদী-উৎসবের নিষেধই কি চন্দ্রগুপ্তের কোপের একমাত্র কারণ—ন, তা ছাড়া আরও কিছু আছে ? মল।—দেখ সখা ভাগুরায়ণ, কোপের অন্ত কোন কারণ আছে কি না, জেনে কি ফল ? ভা গু –কুমার ! চাণক্য অতিশয় বুদ্ধিমান, নিম্প্রয়োজনে কি তিনি চন্দ্র গুপ্তকে রাগিয়ে দেবেন ? এ পযু্যস্ত কৃতজ্ঞ চন্দ্রগুপ্ত চাণক্যের গৌরব কখন লঙ্ঘন করেন নি। অনেক কারণে ওঁদের মধ্যে মনান্তর না ঘটলে কখন এতদূর গড়ায না । কর।—মন্ত্রীমশায় ! রাগেব কারণ আরও কিছু আছে। রাক্ষ —কি ?--কি ? —আর কি কারণ ? কর ।—প্রথমতঃ কুমার মলয়কেতু ও রাক্ষসের পলায়ন চাণক্য উপেক্ষা করেছিলেন। সেই এক কারণ। রাক্ষ —(সহৰ্ষে ) সখা শকটদাস ! এই বার চন্দ্রগুপ্ত নিশ্চয় আমার হস্তগত হবেন ; চন্দনদাসের বন্ধন মোচন, আর স্ত্রী-পুত্রের সহিত তোমারও মিলন হবে। মল।—সখা ভাগুরায়ণ ! “চন্দ্র গুপ্ত এইবার আমার হস্তগত হবে” এই কথা যে উনি বলেন, এর অর্থ কি ? ভাগু —যে চন্দ্র গুপ্তকে চাণক্য ওঁর হাত থেকে ছিনিয়ে নিয়েছে সেই চন্দ্রগুপ্তকে আবার ফিরে পাবার সম্ভাবনা হয়েছে – এই অর্থ, আবার কি ? রাক্ষ –আচ্ছা ৰাপু, পদচ্যুত হয়ে বটু এখন কোথায় আছে ? কর ।—পাটলীপুত্রেই আছে। রাক্ষ —(আবেগ-সহকারে ) কি বল্পে বাপু ?—সেইখানেই আছে ? তপোবনেও যায় নি—আর কোন প্রতিজ্ঞাতেও বদ্ধ হয় নি ?