পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ

  1. পিঞ্জর ভাঙ্গিল

যতক্ষণ পশুপতি গৃহে ছিলেন, ততক্ষণ তিনি মনোরমাকে নয়নে নয়নে রাখিয়াছিলেন। যখন তিনি যবনদর্শনে গেলেন, তখন তিনি গৃহের সকল দ্বার রুদ্ধ করিয়া শাম্ভশীলকে গৃহরক্ষায় রাখিয়া গেলেন। পশুপতি যাইবামাত্র, মনোরম পলায়নের উদ্যোগ করিতে লাগিল। গৃহের কক্ষে কক্ষে অনুসন্ধান করিতে লাগিল। পলায়নের উপযুক্ত কোন পথ মুক্ত দেখিল না। অতি উৰ্দ্ধে কতকগুলি গবাক্ষ ছিল ; কিন্তু তাহা দুরারোহণীয় ; তাহার মধ্য দিয়া মনুষ্যশরীর নির্গত হইবার সম্ভাবনা ছিল না ; আর তাহা ভূমি হইতে এত উচ্চ যে, তথা হইতে লঙ্ক দিয়া ভূমিতে পড়িলে অস্থি চূর্ণ হইবার সম্ভাবনা। মনোরমা উন্মাদিনী ; সেই গবাক্ষপথেই নিষ্ক্রান্তু হইবার মানস করিল। অতএব পশুপতি যাইবার ক্ষণকাল পরেই, মনোরম পশুপতির শয্যাগৃহে পালঙ্কের উপর আরোহণ করিল। পালঙ্ক হইতে গবাক্ষারোহণ মুলভ হইল। পালঙ্ক হইতে গবাক্ষ অবলম্বন করিয়া, মনোরমা গবাক্ষরত্ন দিয়া প্রথমে দুই হস্ত, পশ্চাৎ মস্তক, পরে বক্ষ পৰ্য্যস্ত বাহির করিয়া দিল। গবাক্ষনিকটে উষ্ঠানস্থ একটি আম্রবৃক্ষের ক্ষুদ্র শাখা দেখিল। মনোরমা তাহ ধারণ করিল ; এবং তখন পশ্চাদ্ভাগ গবাক্ষ হইতে বহিষ্কৃত করিয়া, শাখাবলম্বনে ঝুলিতে লাগিল। কোমল শাখা তাহার ভরে নমিত হইল ; তখন ভূমি তাহার চরণ হইতে অনতিদূরবর্তী হইল। মনোরম শাখা ত্যাগ করিয়া অবলীলাক্রমে স্থতলে পড়িল। এবং তিলমাত্র অপেক্ষা না করিয়া জনাৰ্দ্দনের গৃহাভিমুখে চলিল। সপ্তম পরিচ্ছেদ যবনবিপ্লব সেই নিশীথে নবদ্বীপ নগর বিজয়োম্মত্ত যবনসেনার নিম্পীড়নে বাতাসম্ভাড়িত তরঙ্গোংক্ষেপী সাগর সদৃশ চঞ্চল হইয়া উঠিল। রাজপথ, ভূরি ভূরি অশ্বারোহিগণে, ভূরি স্থান পদাতিলে, ভূরি ভূৱি খঙ্গী, ৰাজুকী, ধূলিসমূহসমারোহে আচ্ছন্ন হইয় গেল। - # -