পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* دهد DDDD DDD DDD DDBB BBBB BBBBS BBBB BBBBBS SSBBB SBBS ভাষণে আর অবিস্তকতা নাই। একবার তোমারই প্রিয়সম্ভাষণে বিশ্বাস করিয়া এই anল হইয়াছি। বিধৰ্ম্মী যবনকে বিশ্বাস করিবার যে ফল, তাহ প্রাপ্ত হইয়াছি। এখন আমি মৃত্যু শ্রেয় বিবেচনা করিয়া অস্ত ভরসা ত্যাগ করিয়াছি। তোমাদিগের কোন প্লয়সম্ভাষণ শুনিব না ।” - মহম্মদ আলি কছিল, “আমি প্রভুর আজ্ঞা প্রতিপালন করি—প্রভুর জাজ্ঞা প্রতিপালন করিতে আসিয়াছি। আপনাকে যবনবেশ পরিধান করিতে হইবে।” পশুপতি কহিলেন, “সে বিষয়ে চিত্ত স্থির করুন। আমি এক্ষণে মৃত্যু স্থির করিয়াছি । প্রাণত্যাগ করিতে স্বীকৃত আছি—কিন্তু যবনধৰ্ম্ম অবলম্বন করিব না।” ম। আপনাকে এক্ষণে যবনধৰ্ম্ম অবলম্বন করিতে বলিতেছি না । কেবল রাজপ্রতিনিধির তৃপ্তির জন্য যবনের পোষাক পরিধান করিতে বলিতেছি। প। ব্রাহ্মণ হইয়া কি জঙ্ক মেচ্ছের বেশ পরিব ? ম। আপনি ইচ্ছাপূর্বক না পরিলে, আপনাকে বলপূর্বক পরাইব । অস্বীকারে লাভের ভাগ অপমান । - পশুপতি উত্তর করিলেন না । মহম্মদ আলি স্বহস্তে র্তাহাকে যখনবেশ পরাইলেন । কহিলেন, “আমার সঙ্গে আসুন।" প। কোথায় যাইব ? ম। আপনি বন্দী—জিজ্ঞাসার প্রয়োজন কি ? মহম্মদ আলি তাহাকে সিংহদ্বারে লইয়া চলিলেন । যে ব্যক্তি পশুপতির রক্ষায় নিযুক্ত ছিল, সেও সঙ্গে সঙ্গে চলিল । দ্বারে প্রহরিগণের জিজ্ঞাসামতে মহম্মদ আলি আপন পরিচয় দিলেন ; এক সঙ্কেত করিলেন। প্রহরিগণ র্তাহাদিগকে যাইতে দিল। সিংহদ্বার হইতে নিক্ষাস্ত হইয়া তিন জনে কিছু দূর রাজপথ অতিবাহিত করিলেন। তখন যবনসেন নগরমন্থন সমাপন করিয়া বিজাম করিতেছিল ; সুতরাং রাজপথে আর উপদ্রব ছিল না। মহম্মদ আলি কহিলেন, "ধৰ্ম্মাধিকার । আপনি আমাকে বিনা দোষে তিরস্কার করিয়াছেন। বখতিয়ার খিলিজির এরূপ অভিপ্রায় আমি কিছুই অবগত ছিলাম না। তাহা হইলে আমি কদাচ প্রবঞ্চকের বার্তাবহ হইয় আপনার নিকট ৰাইতাম না। যাহা হউক, আপনি আমার কথায় প্রত্যয় করিয়া এরূপ ছৰ্দশাপল্প হইয়াছেন, ইহার যথাসাধ্য প্রায়শ্চিত্ত করিলাম। গঙ্গাতীয়ে ... }*