পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૩.૨૨ शुशtfoनैौ। cनौक थचङ जाrइ-जां★नि ग्रह्थव्ह हट्न थशन कक्रन । यागि ७३षाम इहेछ यिझांग्र झूठे !” পশুপতি বিস্ময়াপন্ন হইয়া অবাক হইয়া রহিলেন। মহম্মদ আলি পুনরপি কহিতে লাগিলেন, “আপনি এই রাত্রিমধ্যে এ নগরী ত্যাগ করিবেন। নচেৎ কাল প্রাতে যবনের সহিত আপনার সাক্ষাৎ হইলে প্রমাদ ঘটিবে । খিলিজির আজ্ঞার বিপরীত আচরণ করিলাম—ইহার সাক্ষী এই প্রহরী। সুতরাং আত্মরক্ষার জন্য ইহাকেও দেশান্তরিত করিলাম। ইহাকেও আপনার নৌকায় লইয়া যাইবেন।” এই বলিয়া মহম্মদ আলি বিদায় হইলেন। পশুপতি ক্ৰিয়ংকাল বিস্ময়াপন্ন হইয়া থাকিয়া গঙ্গাতীরাভিমুখে চলিলেন। চতুর্দশ পরিচ্ছেদ ধাতুমূৰ্ত্তির বিসর্জন মহম্মদ আলির নিকট বিদায় হইয়া, রাজপথ অতিবাহিত করিয়া পশুপতি ধীরে ধীরে চলিলেন। ধীরে ধীরে চলিলেন—যবনের কারাগার হইতে বিমুক্ত হইয়াও দ্রুতপদক্ষেপণে র্তাহার প্রবৃত্তি জন্মিল না । রাজপথে যাহা দেখিলেন, তাহাতে আপনার মনোমধ্যে আপনি মরিলেন। তাহার প্রতি পদে মৃত নাগরিকের দেহ চরণে বার্কিত লাগিল ; প্রতি পদে শোণিতসিক্ত কৰ্দমে চরণ আর্ক্স হইতে লাগিল। পথের দুই পার্শ্বে গৃহাবল জনশূন্ত—বহুগৃহ ভগ্নীভূত ; কোথাও বা তপ্ত অঙ্গার এখনও জ্বলিতেছিল। গৃহাস্তরে দ্বার ভগ্ন—গবাক্ষ ভগ্ন-প্রকোষ্ঠ ভগ্ন—তত্বপরি মৃতদেহ ! এখনও কোন হতভাগ্য মরণ-যন্ত্রণায় অমামুষিক কাতরস্বরে শা করিতেছিল। এ সকলের মূল তিনিই। দারুণ লোভের বশবর্তী হইয়া তিনি এই রাজধানীকে শ্মশানভূমি করিয়াছেন। পশুপতি মনে মনে স্বীকার করিলেন যে, তিনি প্রাণদণ্ডের যোগ্য পাত্র বটে—কেন মহম্মদ আলিকে কলঙ্কিত করিয়া কারাগার হইতে পলায়ন করিলেন । ঘবন তাহাকে স্থত কক্ষকঅভিপ্রেত শাক্তি প্রদান করুক—মনে করিলেন ফিরিয়া যাইবেন । মনে মনে উশন ইষ্টদেবীকে স্বরণ করিলেন–কিন্তু কি কামনা করিবেন? কামনার বিষয় আর কিছুই নাই। আকাশ প্রতি চাছিলেন। গগনের নক্ষত্র-চন্দ্র-গ্রহমণ্ডলীবিভূষিত লহাপ্ত পৰি BB DDD DD BBD DS DD DBBBBDD DB BB BBB BBYS