পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিঞ্জরের বিহঙ্গী • মণিমালিনী কহিল, “আমার মুখের কথা শুনিতে শুনিতে আমিই জ্বালাতন হইয়াছি, iামাকে কি শুনাইৰ "ি - * . মৃ। তুমি শোন কার কাছে—তোমার স্বামীর কাছে ? - মণি। নহিলে আর কারও কাছে বড় শুনিতে পাই না। এই পদ্মটি কেমন কিলাম দেখ দেখি ? - মৃ। ভাল হইয়াও হয় নাই। জল হইতে পদ্ম অনেক উদ্ধে আছে, কিন্তু সরোবরে রূপ থাকে না ; পদ্মের বেঁটা জলে লাগিয়া থাকে, চিত্রেও সেইরূপ হইবে। আর য়কটি পদ্মপত্র আঁক ; নহিলে পদ্মের শোভা স্পষ্ট হয় না। আরও, পার যদি, উহার কট একটি রাজহঁাস আঁকিয়া দাও। মণি । হাস এখানে কি করিবে:? মৃ। তোমার স্বামীর মত পদ্মের কাছে মুখের কথা কহিবে। মণি । (হাসিয়া ) দুই জনেই মুকণ্ঠ বটে। কিন্তু আমি হাস লিখিব না। আমি খর কথা শুনিয়া শুনিয়া জ্বালাতন হইয়াছি। মৃ। তবে একটি খঞ্জন আঁক । মণি। খঞ্জন আঁকিব না। খঞ্জন পাখী বাহির করিয়া উড়িয় যাইবে । এ ত নলিনী নহে যে, স্নেহ-শিকলে বাধিয়া রাখিব । মৃ। খঞ্জন যদি এমনই ইষ্ট হয়, তবে মৃণালিনীকে যেমন পিঞ্জরে পুরিয়াছ, খঞ্জনকেও ইরূপ করিও । ম। আমরা মৃণালিনীকে পিঞ্জরে পুরি নাই—সে আপনি আসিয়া পিঞ্জরে iয়াছে। মৃ। সে মাধবাচার্য্যের গুণ । ম। সখি, তুমি কতবার বলিয়াছ যে, মাধবাচার্য্যের সেই নিষ্ঠুর কাজের কথা শেষ বলিবে। কিন্তু কই, আজও বলিলে না। কেন তুমি মাধবাচার্য্যের কথায় গৃহ ত্যাগ করিয়া আসিলে ? মৃ। মাধবাচার্ষ্যের কথায় আসি নাই । মাধবাচার্য্যকে আমি চিনিতাম না। ম ইচ্ছাপূৰ্ব্বকও এখানে আসি নাই। এক দিন সন্ধ্যার পর, আমার দাসী আমাকে এই rটি দিল ; এবং বলিল যে, যিনি এই মাঙ্গ টি দিয়াছেন, তিনি ফুলবাগানে অপেক্ষা তেছেন। আমি দেখিলাম যে, উহা হেমচন্দ্রের সঙ্কেতের আঙ্গটি। র্তাহার সাক্ষাতের R