পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yo মৃণালিনী - बाधाि सा वा स्य बाल साचा • *~*~** কৃষ্ণবর্ণ। তাই বলিয় তাহার গায়ে ভ্রমর বসিলে যে দেখা যাইত না, অথবা কালি | ঞ্চে জল মাৰিয়াছে ৰেঞ্চ হইত, কিংবা জল মাৰিলে কালি বোধ হইত, এমন নহে 3 , কৃষ্ণবর্ণ স্থাপনার ঘৰে থাকিলে তামবৰ্ণ বলি, পরের ঘরে হইলে পাতুরে কালে বক্ষুিইহা সেইরূপ কৃষ্ণবর্ণ। কিন্তু বর্ণ যেমন হউক না কেন, ভিখারিণী কুরূপ নহে। उां चण পরিক্ষার্থ স্বমার্জিত, চাকচিক্যবিশিষ্ট; মুখখানি প্রফুল্প, চক্ষু ছটি বড়, চঞ্চল, হুঙ্কময় ; লোচনতার নিবিড়কুক, একটি তারার পার্থে একটি তিল। ७छैश्विन शूज, র প্রভ, তদন্তরে অতি পরিষ্কার অমলশ্বেত, কুন্দকলিকাসরিভ ই শ্রেণী দন্ত । কেশগুৰ্ভূিক্ষ ঐবার উপরে মোহিনী কবরী, তাহাতে যুথিকার মালা বেষ্টিত। যৌবনসঞ্চারে শঙ্কু গঠন মুন্দর হইয়াছিল, যেন কৃষ্ণপ্রস্তরে কোন শিল্পকার পুত্তল খোদিত করিয়ান্টু পরিচ্ছদ অতি সামান্ত, কিন্তু পরিষ্কার—লিকদম্পরিপূর্ণ নহে। অঙ্গ এৰেঙ্কুর নিরাভরণ নহে, অথচ অলঙ্কারগুলি ভিখারীর যোগ্য বটে। প্রকোষ্ঠে পিত্তলের ལྷེ་|༡, গলায় কাষ্ঠের মালা, নাসিকায় ক্ষুদ্র একটি তিলক, ভ্রমধ্যে ক্ষুদ্র একটি চন্দনের টপ। সে আজ্ঞামত পূৰ্ব্ববং গায়িতে লাগিল। “মথুরাবাসিনি, মধুরহাসিনি, শুামবিলাসিনি—রে • কহ লো নাগরি, গেহ পরিহরি, কাহে বিবাসিনী—রে। বুন্দাবনধন, গোপিনীমোহন, কাহে তু তেয়াগী—রে। দেশ দেশ পর, সে খামসুন্দর, ফিরে তুয়া লাগি—রে। বিকচ নলিনে, যমুনাপুলিনে, বহুত পিয়াসা—রে। চন্দ্রমাশালিনী, যা মধু্যামিনী, না মিটল আশা-রে। স নিশা সমরি, কহ লো মুন্দরী, কাহা মিলে দেখা—রে । শুনি, যাওয়ে চলি, বাজয়ি মুরলী, বনে বনে একা—রে।” গীত সমাপ্ত হইলে মৃণালিনী কহিলেন, “তুমি সুন্দর গাও। সই মণিমালিনি, ইহাকে কিছু দিলে ভাল হয়। একে কিছু দাও না ?” মণিমালিনী পুরস্কার আনিতে গেলেন, ইত্যবসরে মৃণালিনী বালিকাকে নিকটে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, “শুন, ভিখারিণি । তোমার নাম কি ?” ভিখা । আমার নাম গিরিজায় । • এই গীত টিমে তেতাল। তাল যোগে জয়জয়ন্তী রাগিণীতে গেয়।