পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃণালিনী .ب ڈ নিদ্রার আবেশে মোর, গৃহেতে পশিল চোর, কণ্ঠের কাটিল ডোর মণি হরে নিল ।” বাস্পপীড়িতলোচনে, গদগদম্বরে, অথচ হাসিয়া কহিলেন, “এ কোন্‌

, , فيه

রর কথা ’ । o বেণে বলেছেন, চুরির ধন লইয়াই তাহার ব্যাপার। 9. মু। তাহাকে বলিও যে, চোরা ব্যাপারে সাধু লোকের প্রাণ বঁাচে না । গি। বুঝি ব্যাপারিরও নয়। মৃ। কেন, ব্যাপারির কি ? গিরিজায়৷ গায়িল । “ঘাট বাট তট মাঠ ফিরি ফিরমু বহু দেশ । কাহা মেরে কাস্ত বরণ, কাহা রাজবেশ ॥ হিয়া পর রোপমু পঙ্কজ, কৈছু যতন ভারি। সোহি পঙ্কজ কাহা মোর, কাহা মৃণাল হামারি।” মৃণালিনী সস্নেহে কোমল স্বরে কহিলেন, “মৃণাল কোথায় ? আমি সন্ধান বলিয়া দিতে পারি, তাহা মনে রাখিতে পারিবে ?” গি । পারিব-কোথায় বল । মৃণালিনী বলিলেন, “কণ্টকে গঠিল বিধি, মৃণাল অধমে । জলে তারে ডুবাইল পীড়িয়া মরমে। রাজহংস দেখি এক নয়নরঞ্জন । চরণ বেড়িয়া তারে, করিল বন্ধন ॥ বলে হংসরাজ কোথা করিবে গমন । হৃদয়কমলে মোর, তোমার আসন ॥ আসিয়া বসিল হংস হৃদয়কমলে। কঁাপিল কণ্টক সহ মৃণালিনী জলে ॥ হেনকালে কাল মেঘ উঠিল আকাশে। উড়িল মরালরাজ, মানস বিলাসে ।