পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२० মৃণালিনী “তথাস্তু” বলিয়া গিরিজায়া মৃত্ব মৃত্ন গান করিতে লাগিল,— “শুনি যাওয়ে চলি, বাজয়ি মুরলী, বনে বনে এক রে।” । হেমচন্দ্ৰ কহিলেন, “ও গান এই পৰ্য্যস্ত। অন্য গীত গাও।” গিরিজায়া গাইল, “যে ফুল ফুটিত সখি, গৃহতরুশাখে, কেন রে পবন, উড়ালি তাকে।” হেমচন্দ্ৰ কহিলেন, “পবনে যে ফুল উড়ে, তাহার জন্য দুঃখ কি ? ভাল গীত গাও।” গিরিজায়া গায়িল, “কণ্টকে গঠিল বিধি, মৃণাল অধমে । জলে তারে ডুবাইল পীড়িয়া মরমে।” হেম । কি, কি ? মৃণাল কি ? 科1 কণ্টকে গঠিল বিধি, মৃণাল অধমে। জলে তারে ডুবাইল, পীড়িয়া মরমে । 薊 রাজহংস দেখি...এক নয়নরঞ্জন । 鬆 চরণ বেড়িয় তারে করিল বন্ধন। * ন—অন্য গান গাই। " 影 ... .o. হে । না—না—না—এই গান—এই গান গাও । তুমি রাক্ষসী। .寫* 科目 বলে হংসরাজ কোথা করিবে গমন । হৃদয়কমলে দিব তোমার আসন। 尊 আসিয়া বসিল হংস হৃদয়কমলে। - * কঁাপিল কণ্টকসহ মৃণালিনী জলে। হে। গিরিজায়া । গিরি—এ গীত তোমাকে কে শিখাইল ? গি । (সহস্তে ) & হেন কালে কালমেঘ উঠিল আকাশে। উড়িল মরালরাজ মানস বিলাসে । 鄒 ভাঙ্গিল হৃদয়পক্ষ তার বেগভরে। 鱷 ডুবিয়া অতল জলে মৃণালিনী মরে।