পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- শান্ত। বিস্তুর শুনিলাম–কিন্তু তাহার কিছুই আপনার নিকট নিবেদন কমন্তে পারিলাম না । * - - וסף cosa : - শাস্তু। যাবনিক ভাষায় পণ্ডিত নহি । - - পশুপতি হাস্ত করিলেন। শান্তশীল তখন কহিলেন, “মহম্মদ আলি এখানে যে আসিয়াছিলেন, তাহাতে বিপদ আশা করিতেছি।” পশুপতি চমকিত হইয়া কহিলেন, “কেন ?” শাস্তু। তিনি অলক্ষিত হইয়া আসিতে পারেন নাই। তাহার আগমন কেছ • কেহ জানিতে পারিয়াছে। পশুপতি অত্যন্ত শঙ্কান্বিত হইয়া কহিলেন, “কিসে জানিলে ?” - শাস্তুশীল কহিলেন, “আমি শ্রীচরণ দর্শনে আসিবার সময় দেখিলাম যে, বৃক্ষতলে এক ব্যক্তি লুক্কায়িত হইল। তাহার যুদ্ধের সাজ। তাহার সঙ্গে কথোপকথনে বুঝিলাম যে, সে মহম্মদ আলিকে এ পুরীতে প্রবেশ করিতে দেখিয়া তাহার জন্ত প্রতীক্ষা করিতেছে, অন্ধকারে তাহাকে চিনিতে পারিলাম না।” পশু । তার পর ? শাস্ত । তার পর দাস তাহাকে চিত্ৰগৃহে কারারুদ্ধ করিয়া রাখিয়া আসিয়াছে। পশুপতি চেীরোদ্ধরণিককে সাধুবাদ করিতে লাগিলেন ; এবং কহিলেন, “কাল প্রাতে উঠিয়া সে ব্যক্তির প্রতি বিহিত করা যাইবেক । আজি রাত্রিতে সে কারারুদ্ধই থাকৃ। এক্ষণে তোমাকে অন্ত এক কাৰ্য্য সাধন করিতে হইবে। যবন-সেনাপতির ইচ্ছ, অষ্ঠ রাত্রিতে তিনি মগধরাজপুত্রের ছিন্ন মস্তক দর্শন করেন। তাহ! এখনই সংগ্ৰহ কৱিবে ।” শান্ত। কাৰ্য নিতান্ত সহজ নহে। রাজপুত্র পিপড়ে মাছি নন । পশু। জামি তোমাকে এক যুদ্ধে যাইতে বলিতেছি না। কতকগুলি লোক লইয়। তাহার বাড়ী আক্রমণ করিৰে । r^、, **。”。 শাস্তু। লোকে কি বলিবে ? ஆ পশু। লোকে বলিবে স্থাতে তাহাৰে মারিয়া গিয়াছে। । শাস্তু। যে আজ্ঞা, আমি চলিলাম। -- --, o ... . পরে গুহাঙ্ক্যন্তরে বধ পশুপতি শান্তশীলকে পুরস্কার দিয়-বিদায় করিলেন। বিচিত্র সূক্ষ্ম কারুকার্য্য-খচিত মন্দিরে অষ্টভূজ মূৰ্ত্তি স্থাপিত আছে, তথা গমন করি o -: --