পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰূপাদিনী

  • পয়াশ্ব না গেলো। cया श्नि cशषष्ट्र नई शत्रूनांकि जैौरत, গায়ত নাচত সুন্দর ধীরে ধীরে, ওঁহি পর পিয় সই, কাহে কালে নীরে,

জীবন মা গেলো ? ফিরি ঘর আয়ন্ত্র, না কহন্থ বোলি, তিতায়মু আঁখিনীরে আপনা আঁচোলি, রোই রোই পিয় সই কাহে লো পরাণি, তইখন না গেলো ? শুনমু প্রবণ-পথে মধুর বাজে, রাধে রাধে রাধে রাধে বিপিন মাঝে ; যব শুনন্‌ লাগি সই, সে মধুর বোলি, জীবন না গেলে ?. ধায় পিয় সই, সোহি উপকূলে, লুটায়মু কাদি সই শ্বামপদমূলে, সোহি পদমূলে রই, কাহে লো হামারি, মরণ না ভেল ?” গিরিজার গায়িতে গায়িতে দেখিলেন, তাহার সম্মুখে চন্ত্রের কিরণোপৰি মক্সের ছায় পড়িয়াছে। ফিরিয়া দেখিলেন, মৃণালিনী দাড়াইয়া আছেন। তাহার মুখপ্রতি চাহিয়া দেখিলেন, মৃণালিনী কঁাদিতেছেন। গিরিজায়া দেখিয়া হর্ষান্বিত হইলেন,—তিনি বুঝিতে পারিলেন যে, যখন মৃণালিনীর চক্ষুতে জল আসিয়াছে—তখন র্তাহার ক্লেশের কিছু শমত হইয়াছে। ইহা সকলে বুৰে ন—মনে করে, “কই, ইহার চক্ষুতে ত জল দেখিলাম না, তবে ইহার কিসের দুঃখ * যদি ইহা সকলে বুৰিত, সংসায়ের কত মৰ্ম্মপীড়াই না জানি নিবারণ হইত। কিয়ৎক্ষণ উভয়েই নীরব হইয়া রছিল। মৃণালিনী কিছু বলিতে পারেন না; গিরিজায়াও কিছু জিজ্ঞাসা করিতে পারে না। পরে ঘৃণালিনী কছিলেন, “গিরিজায়, জার একবার তোমাৰে যাইস্তে হইবে।” গি । আবার সে পাষণ্ডের নিকট যাইব কেন ?