পাতা:মৃণ্ময়ী (কপালকুণ্ডলা দ্বিতীয় ভাগ).djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেমিক-পাশ্বে । । 穹密5 তাহা ঘটবে না। রাশায় আর কেন চিত্তকে বদ্ধ করিতেছ? স্বপ্নে সুখ সত্তোগ করিয়া কি হইবে ?” পদ্মা । “যাহা হউক এজন্য অনুসন্ধান করা কর্তব্য ।” নবকুমার শুষ্ঠত বে কছিলেন,-“কোথায় অনুসন্ধান করিব ?” নবকুমার বলিলেম বটে ‘কোথায় অনুসন্ধান করিব’ কিন্তু তখন র্তাছার চিত্তের অবস্থা এমন ভয়ালক হুইয়াছে যে, কপালকুগুলার পুনর্দশন প্রাপ্তির নিমিত্ত সৰ্ব্বপ্রকার দুরূহু ব র্য্য সাধনে তিনি অকাতরে প্রস্তুত । র্তাহীর মম নিতান্তু অস্থির স্থা ইয়া উঠিল । তিনি সংসার কপালকুগুলাময় দেখিতে লাগিলেন : অ ফ্ৰান্ত পার্থিব সমস্ত ডাবল ভিরোহিত হইয়া গেল ৷ কপালকুণ্ডল হার চিত্ত অধিকার করিলেন । নবকুমার হৃদয় অন্বেষণ করিয়া দেখিলেন, তথায় একটা মূৰ্ত্তি—একটা মাত্র চাৰু রমণী মূৰ্ত্তি অধিষ্ঠিত রছিয়াছে । মে মূৰ্ত্তি কপালকুণ্ডলার । কপণঃ কুণ্ডলা ভো অনেক দিন পরলোকগত হইয়াছেন, তবে তাহাব ঘূর্তি অদ্যপি নবকুমারের হৃদয়ে সুচিত্রিত মম্বিয়াছে কেন ? নবকুমার প্রতিজ্ঞ করিয়াছিলেন–সংসার ভুলবেন, আপনাকে অপনি বিশ্বত ছইবেন, পার্থিব সমস্ত সুখ বিসৰ্জ্জন দিবেন তথাপি তিনি কপালকুণ্ডলাকে হৃদয় হইতে কখন অণনীত করিবেন না । নবকুমার সে প্রতিজ্ঞ বিস্তুত হন নাই—লার কখন ষে খ্রিস্থত হইবেন তাছাও সন্তৰিক্ত মহে । বে ব্যক্তি অরুজ্ঞ সহচরগণের উপকারার্থ নিঃস্বার্থে কাষ্ঠ-ভার মস্তকে বঙ্গম করিয়াছিলেন, সেই ব্যক্তি যে প্রাণদায়িণী ছিতৈষিণী সুন্দরীর মূৰ্ত্তি চিরদিনের মিমিত সহর্ষ চিত্তে হৃদয়ে ধারণ করবেন, ইছাতে বিচিত্র কি ? নবকুমারের হৃদয়ে কপাল কুগুলার মূৰ্ত্তি প্রতিষ্ঠিত ছিল। কালের কুটিল শাসনে মূৰ্ত্তি স্থানে স্থানে ক্রিত হইয়াছিল, কিন্তু অধুনা স্থতি রঙ্গ সংযোগে, বিরুঞ্জ