পাতা:মৃণ্ময়ী (কপালকুণ্ডলা দ্বিতীয় ভাগ).djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s१8 इश्वङ्गीं । সংসার উস্থিার চক্ষে মুক্তমরূপে চিত্রিত হয় । তাছার হৃদয় জামশে ভাসে । সমস্ত পদার্থেই তিনি নুতন নুতন আমোদ লক্ষ্য করিক্তে থাকেন। বালিকার চক্ষে সেই দিন হইতে সংসার অবিশ্রাপ্ত আমোদের স্থল বলিয়া বোধ হয়। মুক্তকেণী সেই প্রণয়-সাগরে পড়িয়াছেন। তিনি মনে মনে উমাপতিকে পত্তিত্বে বরণ করিয়াছেন । লজ্জাশীল বালিক মনের এই দুর্দনীয় ভাৰ গোপন করিয়া রাখিয়াছিলেন । ভাবিতেন হয়ত তাহার আশা ফলবতী হইবে না । কিন্তু বিধাতা তাছার প্রতি মুখ তুলিয়া তাকাইলেন । উমাপতির সহিত, র্তাছার বিবাহ হইবে স্থির ছইল। মুক্তার মুখের সীমা রছিল না। উাহার দেহের লাবণ্য আরও বৰ্দ্ধি হইল। স্বঞ্চলোঁধের যতদূর উপরে উঠা যায় তিনি ততদুর উপরে উঠিলেন। কিন্তু বিৰাত, BBB BBB BB BBB BBBB S BBB BB BBB BBBS উজ্জ্বলিত হইয়া রহিয়াছে, তখন সহসা উমাপতি নকদেশ সংবাদ उँशद्र কৰ্ণে প্রবেশ করল। মুখ-সোঁধ ভঙ্গ হইয়া গেল। সুখসমুদ্র বিছারিণী বালিক সহসা বিষাদ-সমুত্রে নিপত্তিত হইলেন । আশা, ভরসা সকলই শিখিলমূল হইল। আবার যখন শুনিলেন যে উমাপতি সপ্তগ্রামে ও যান নাই তখন তিনি পাগলিনী প্রায় হইয়া উঠিসেন । মনোবেগ যতদূর পারেন গোপন করিতে চেষ্টা করিপেম । লোকে তাছার তদ্বিধ ডাক দেখিলে কি মনে করিবে, BB BBBB BBBB BBBB BBS BBBBS gg BBBS মুক্তকেশী যথাসাধ্য মনের ক্লেশ গপিয়া ৱাখিয়েন। লোকের সমক্ষে, উল্লাহর হৃদয়ে ৰেন কোন চিন্তাই মই এইরূপে ভাণ করিতেন। কিন্তু এক্ষণে তিনি একান্তে উপবিষ্ট রছিয়াছেন সুতরাং উাছার সে আশঙ্কার কোন কারণই নাই। সমুচিত সময় পাইঃ চিন্তু তাৰাকে অব্যাঘাতে এাস করিয়াছে। সেই জন্ত এক্ষণে ।