পাতা:মৃণ্ময়ী (কপালকুণ্ডলা দ্বিতীয় ভাগ).djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্তিৰিষ্ট-প্রদীপে। ఫిధి জুইতে বিলুপ্ত হওয়াই উচিত। কাছার হৃদয়ে ভাষায় চিহ্ন না থাকে ইছাই আমার ইচ্ছ ।" o বাদশাঙ্ক কোন উত্তর দিতে পারিলেন মা । সকলেই নীরব । কে কি বলিকেন ? অনেকক্ষণ নিস্তব্ধ থাকিয় পদ্মা ; আবার বলিলেন,~~ “আমার আল্লখ ক্রমেই বাড়িতেছে । কথা কছিতে বড় কষ্ট হইতেছে। কত কথা ছিল তাছা এক্ষণে বলিয়; উঠ অসম্ভব । আমার বোধ ইংেেছ, মৃত্যু যেন এবার আমাকে গ্রাস করিয়াছে। যাহা ছয় কৰুক। জীবিতেশালকুমার ! (মিত্তব্ধতার পর) তোমাকে অনেক কথা বলিব (মন্তব্ধT'এক্ষণে আর বলিয়া উঠিতে পারি বোধ হয় না। এক কথা বলি--এটা আমার অনুরোধ স্বরূপ জানিবে । তুমি বল---যে ইহার পর কপালকুণ্ডলার নিমিত্ত যথাসাধ্য অনুসন্ধান করিবে । (নিস্তব্ধ) যদি তাহাতে স্বীকৃত হও, তাছা ছইলে আমার তো মৃত্যু উপস্থিত, আমি এ অবস্থাতেও কিয়ৎপরিমাণে শাস্তি ও মুখ পাই। আর কি বলিব ? অার কিছু বলাও অসাধ্য ।” পদ্মাবতী নিস্তব্ধ হইলেন । তাছার নিতান্ত ক্লেশ বোধ ছইল । তিমি নিতান্ত কাতর হইলেন । মৰকুমার সজল নয়নে কষ্টিলেন,“প্রিয়ে ! ডোমার সুখের মিমিত্ত তামি বিষপানে প্রস্তুত, এত সামস্থ কথা " . - - এই সময়ে সকলেই লক্ষ্য কমিলন, পদ্মার পূর্মের স্থায় মোছের লক্ষণ উপস্থিত। পদ্মা অতি কষ্ট বলিলেন,—“আর বিলম্ব নাই। নবকুমার! স্বাধিন্‌ ! আমাকে বিদায় দেও। ফুরাইল । আমি জন্মের মত”– , , . ...প্রথার পথ কন্ধ ইয়৷ জলিল। আর বাক্য মূৰ্ত্তি হইল না।