পাতা:মৃণ্ময়ী (কপালকুণ্ডলা দ্বিতীয় ভাগ).djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোজে } : | ২১৭: কুমারের দেহ মথুরানাথের ভবনে নীত ছইল । তথায় নানাবিধ চেষ্টায় সেই দিন রাত্রিশেষে নবকুমারের জ্ঞান ছইল। তখন তিনি বলিলেন;– “কপালকুণ্ডলা আছেন, আমি উলহাকে স্বচক্ষে দেখিরছি ; S BB BBBB BBB BB BBBB BB S BBBB BBBSB BBBB S তোমরা চল , অল্পই আমি তথায় যাইব ।” উমাপতি, মথুরানাথ, অধিকার প্রভৃতি সকল্পে এত বলে জবাক হইলেন । অথচ এ কথাকে উপেক্ষ করিভে ও সংস্কস করিলেন না , বিশ্বাসও করিতে পরিলেম না । নবকুমার পুনরাধ ষশিপুর ঘাইবার নিমিত্ত ব্যাকুল হুইলেন, কিন্তু তাহার শরীর নিতান্ত দুর্বল থাকায়, আর চর্ণর পঁাচ দিন পরে বাওয়া হইবে স্থির হইল । অধিকারী প্রায় এক মাস পূৰ্ব্বে নবদ্বীপ আসিয়াছেন। লবকুমার আজ যাই, কাল যাই করিয়া এত বিলম্ব করিলেন, অধিকারী BBB BBBB BSBBB S BBBB BBBB BBB BBB BB নিতান্তু উদ্বিগ্ন হুইয়াছিলেন । এক্ষণে যে শীঘ্ৰ যাইতে পরিবেন তাছারও সম্ভাবনা নাই। নবকুমারের শরীর সুস্থ না হইলে এবং কপালকুণ্ডলা সম্বন্ধে যে কথা উঠিয়াছে, তাহ নিতান্ত অবিশ্বাস্য ও অসম্ভব হইলেও, তাছার শেষ না দেখিয়া ভঁাছার যাওয়া ছয় না। সুতরাং তিনিও এ কয় দিনের নিমিত্ত থাকিয়া গেলেন । ই8