পাতা:মৃণ্ময়ী (কপালকুণ্ডলা দ্বিতীয় ভাগ).djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধু । “আর একটা ব্রাহ্মণ ৰ্কম্ভ সঙ্গে আছেন। তিনি রঞ্জ ও কী উভয়েরই অত্যস্ত মেছের পাত্র। তাহারা ইহাকে, “ཐ་: মুহূৰ্ত্ত চক্ষুর অগোচর হইতে দেন না। অষ্ঠ সন্তানাদি অঞ্চাৰে, ইনি উহাদের প্রাণ স্বরূপ । বাস্তবিক তাহাকে ভাল না বালিয়} থকা অসম্ভব ।” । - * 3 নব । “তঁহার বয়ল কত-ভঁাছার প্রকৃতি কিরূপ " | মধু। “র্তাহার বয়স অনুমান দ্বাবিংশ বর্ষ হইবে। প্রকৃতির কথা কি বলিব ? তেমন ধীর, শাস্তু, নিৰ্ম্মল স্বভাব জগতে আর. আছে কিনা সন্দেহ। কিন্তু ভাষার অন্তরে মুখ নাই । তিনি সতত স্বেরূপ বিমৰ্ষ ভাবে থাকে, তৃগছ দেখিলে ছুখ হয়। খল, কপটড কাহাকে বলে তাঙ্গ তিনি জানেন না। গৃহিনী ঠাকুরাণী আদর করিয়া ভঁাহাকে উন্মাদিনী বলিয়া ডাকেন। তিনি এখানে ঐ নামেই পরিচিতা ।” নব । “তঁহাকে আপনারা কোথায় পাইনে ?” মধু । “কৰ্ত্ত, তাছাকে আনিয়াছিলেন। ওনিয়াছি কওঁ কোন ঘটনাক্রমে মোকাযোগে আসিতেছিলেন। অতি প্রত্যুষে ত্ৰিবেণীতে প্ৰাত:কৃত্যাদি শেষ করিবার নমিন্ত নৌকা হইতে অধ তরণ করেন। তথায় গঙ্গার চড়ায় উন্মাদিনীর মৃতপ্রাশ দেহ পত্তিত দেখিতে পান । তিনি বিস্ময় সহকারে স্থতার অসামান্ত সৌন্দর্ঘ্য । ও জীবিতের ভায় অবিকৃত ভাব দর্শন করিতেছিলেন ; এধর্ম সময় তাহার বোধ হইল বাস্তবিকই রমণী এখন জীবিত আছেন । তিনি সত্বরে লোক জন ডাকিয়া, সুশ্রীৰায় উাহাকে বিস্ত করিলেন এবং গৃহে আনিয়া বস্তায় স্থায় ধত্বে ও ক্ষেত্ত্বে পালন করিতে l মধু “ৰূর্ত গৃীি এবং আমি উর্দিনীর পূর্বপরিচয়