পাতা:মৃণ্ময়ী (কপালকুণ্ডলা দ্বিতীয় ভাগ).djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুণ্ডলা আপাততঃ একরূপ মুখ স্বচ্ছদে আছে ; পুনরায় আমার সছিত সম্মিলনে ভক্ষার বিপদ ও ক্লেশ ঘটবে, আমাৰ কপালগুণে সে আবার য;গুনা পাইবে ।” উমা । "কপালকুণ্ডল সে গুনের সুখে নাই, তাছা কি তুমি মধুসূদনের কথা বুঝ নাই ?” নবকুমার হাপন ময়ে ছিলেন,--“হায় ! কবে সে দিশ আসিবে যে দিন আমি পূণঃ, কপালকুগুলার সাক্ষাৎ পাইব ।” উমা ; “ননকুল: তুমি ছুই দিনবিধি প্রায় প্ৰাহর BB BB BBBBBB BS BBB BB BBB BBS BBB কানি ।" নবকুমার কোন পর দিলেন না। উমাপতি চলিযা গেলেন । নবকুমার দেখিলেন, স্ত:স্ৰন্থক্ষের শাখায় দুইটী শালিক বসিয়। রাঙ্কয়াছে । হঠাৎ একটী শালিক উড়িয়া নীচে আসিল, অমনি অপরট। সঙ্গে সঙ্গে মাঢ়ে আসিল । একটা আহরন্বেষণে প্রবৃত্ত ছইল। অপরট ও অমনি তাছাই করতে লাগিল । একটা চকু ব্যtদন করিয়া শব্দ করল । প্রতিধ্বনির স্থায় অপরটাও শব্ব করিল। এফট উড়িয়া বুক্ষশাখাষ উঠিল। অপরটাও সঙ্গে সঙ্গে উড়িয়া সেই স্থানে বদল । এতদর্শনে নবকুমার একটা র্য নিশ্বাস ভ্যাগ করিলেন । এবম্বিধ বিহুঙ্গম চরি'র দর্শনে কি ধিষীদের উদয় হইল, ভাঙ্গা তিমিই জানেন । 貌 শুস্তদ্বষ্টির প্রকৃতি অনুসারে নবকুমার চতুর্দিকে দৃষ্টি সঞ্চালন করিতে লাগলেন। সহসা ভাষার দৃষ্টি পার্শ্বৱৰ্ত্তী গৃহের ক্ষুদ্র বাতায়ন প্রতি নিপতিত হইল। দেখিলেন—তথায় একটা প্রস্ফুটিভ কম্প রছিয়াছে। পরক্ষণেই তিনি চমকিত হুইয়া দেখিলন তাহা রাণীর বদন কল। সে পদ্ম মুনীকে তিনি চিনিলেন। আর দৃষ্টি - \ , * * * :