পাতা:মৃণ্ময়ী (কপালকুণ্ডলা দ্বিতীয় ভাগ).djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তুর্থ স্বপ্নে । td: উমাপত্তি এই চিন্তায় এতই উন্মত্ত হইয়া উঠিলেন যে তিদি দেখিতে লাগিলেন-যুক্তকেশী ত্রীড়াবমত বদনে তাহার সমীপে গুণ্ডায়মান রছিয়াছেন । তিনি ষেন শুনিতে লাগলেন-মুক্তকেশী উাখার সমীপবৰ্ত্তিী হইয়া মধুর হাস্য সহকারে তাহার সহিত কথা কহিতেছেন । ইত্যাদি বিবিধ বিষয় ব্যান করিতে করিতে উমাপতি মিয়ার কোমল আশ্রয়ে স্থান প্রাপ্ত হইলেন । মিত্রাগমে তিনি মুক্তাঞ্চলীর চিন্তা হইতে বিরত হইতে পারিলেন না। নিদ্রিতাবস্থায় উমাপতি মুক্তকেশী সংক্রান্ত সুখময় স্বপ্ন দেখিতে লাগিলেন। তিনি স্বপ্নে দেখিলেন–যেন তিনি কোন পরম রমণীয় গিরিকন্দরে উপবিষ্ট আছেন । তখtয় সুস্বরে মলয় মাকও প্রবাহিত হইতেছে । অদূরে নির্ঝরিণী সকল প্রপাত পরম্পরায় লিপস্থিত হইয়া ঘোর গম্ভীর শব্দ , সমুৎপন্ন করিতে করিতে নিম্নাভিমুখে গমন করিতেছে এবং বায়ুকে বারিকণিকা সম্পৃক্ত করিয়া গীভমত প্রদান করিতেছে। যথায় তিনি উপবেশন করিয়াছিলেন সে স্থান শ্বামল, সমলীর্ঘ, নৰদূৰ্ব্বাদল সমাচ্ছন্ন। সম্মুখে একটা গিরিনিঃস্থল সঙ্কীর্ণ প্রবাহিনী পক্ষা সদৃশ বক্র গতিকে গমন করিড়েছে। তাছার দক্ষিণদিকে গগণম্পর্শ নগরাজ অত্রভেদী মস্তক উন্নত করিয়া বিশ্ব পরিদর্শন করিতেছেন। ভাষার অপর পাশ্বে বিবিধ বৃক্ষ লতাদি - সমৰ্বত অরণ্য। অরণ্যের স্থানে স্থানে লতা বল্লর দ্বার বন্ধ বৃক্ষ নিচয় পরস্পর সংযত ইয়। অপুর্ব মণ্ডপ" সকল স্বজন করিয়াছে । SSDDDD DBBS BB BBBB BBBB BBBBBS BBB BB BBB করিতেছে ; পশ্চাতে একটী ক্ষুদ্র জয়শ্য। বহুত্বে উদ্যানে রোপিত হইয়া যে সকল বৃক্ষ পুঙ্গগ্ৰসৰ ক্ষত্রে না, তাছারাও তখায় অকাতরে বিৰিষ জাতীয়, বিবিধ সাগরঞ্জিক্ত গন্ধময়, পুষ্প প্রদান করিতেছে। লক্ষ লক্ষ শিলীমুখ এই সকল পুষ্পজাত মধু পানশিয়ে গুঞ্জন