পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নারীকরে যথা প্রফুল্ল-কমল, নবকুন্দ ফুল গ্রথিত অলকে, লোধু-পরাগেতে বদন উজল, ধবল-কপোলে স্বাম ঝলকে। নবকুরুবকে শোভিত কবরী, চারুকৰ্ণে দোলে ট্রিীষের দুল, শোভা পায় সদা সমস্ত-উপরি বরষীয় জাত কদম্বের ফুল। ২ ॥ “যথা তরুগণ সদা কুস্থমিত, মুখরিত মত্ত-মধুপ-গুঞ্জনে, কমলিনী যথা নিত্য প্রস্ফুটিত শোভিত মরাল-মেখলা-ভূষণে ; প্রসারিকলাপ গৃহ-শিখদল তুলে কেকারব উর্ধ গ্রীবায়, রজনীতে নিতি জোছনা কেবল, পশেনা অাধার কখন তথায় ॥ ক ॥ ১২-১৬ ॥ অলকায় যুগপৎ ষড়ঋতুই বিরাজিত ; সুতরাং রমণীকুল সৰ্ব্বদাই যড়ঋতুর কুমুমসম্ভার সমানরূপে ভোগ করেন। র্তাহাদের করে শরৎ-সম্পত্তি কমল সৰ্ব্বকালেই শোভা পায়, অলকদামে ছেমস্তু-জাত কুন্দকুমুম গ্রথিত, শীতোদ্ভূত লোগ্রপরাগে তাহদের উজ্জ্বল মূখী আরও উজ্জল ধবল বর্ণ, কবরী-পাশ্বে বাসস্তুপুপ কুরুবক শোভিত, জর্ণে গ্রীষ্মজাত শিরীষফুল এবং বর্ষাকালে প্রস্ফুটিত কদম্বপুষ্প সমস্তে সজ্জিত থাকে। ২। প্রক্ষিপ্ত । সেই অলকায় তরুগণ নিত্যই কুমুমিস্ত এবং মত্ত-মধুপ-গুঞ্জনে নিত্য ঝঙ্কত। নলিনীদল নিত্য প্রস্ফুটিত কমলমালায় অলঙ্কৃত ও হংসাবলীরচিত নেখলালঙ্কারে ভূষিত। গৃহস্থিত ময়ুরগণ সৰ্ব্বদাই কলাপ বিস্তুত করিয়া উদ্‌গ্ৰীবার কেক রব করে। অন্ধকারময়ী রজনী তথায় নাই, "নিত্যই জ্যোৎসা সমুদ্ভাসিত। ক ।