পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২ মৈঘদূত ।

  • তথায় দেখিবে ভবন আমার কুবের গৃহের অদূর উত্তরে,

দূরে দেখা যায়,তোরণ তাহার ইন্দ্ৰধনু মত চারু শোভা ধরে ; শিশু কল্পতরু নিকটে রোপিত, স্বত-সম প্রিয়া পালিলা আদরে, কুসুম-স্তবকেরয়েছে নমিত অনায়াসে তারে ধরা যায় করে ॥১২৫ “সে ভবনমাঝে রম্য সরোবর, মরকতে বাধা সোপান সকল ; নীল-মণিময় মৃণাল-উপর ফুল্ল-স্বর্ণপদ্মে ছেয়ে আছে জল ; মরাল-নিচয় তথায় বিহরে : বরষায় হেরি তোমার উদয় মানসে যাইতে মনে নাহি করে যদিও নিকটে সেই জলাশয় ॥১৩॥ ১—১৬ অলকার বর্ণনা শেষ করিয়া তাহার নিজের বাড়ী চিনিয়া লইবার জন্ত যক্ষ এইবার মেঘকে বলিতেছেনঃ—“সেই অলকানগরীতে ধনপতি কুবেরের বাটীর অল্প উত্তরে আমার বাড়ী । (চিনিবার লক্ষণ যথ! ) (১) দূর হইতে ইন্দ্ৰধন্থর মত উচ্চ ও নানাবিধ মণিমাণিক্যখচিত মুম্বর তোরণ (স্কটক)দেখা যায়। (২) বাড়ীর নিকটেই একটা শিশুমনার বৃক্ষ । আমার প্রিয়তমা ঐ বৃক্ষটকে কৃত্রিম পুত্র করিয়াছেন, সেই বৃক্ষটি এখন शृश्र७ऋ फां८व्र जांनऊ इहेब्रांtइ, झांठ राज्जाहेरणहे →र्ण कब्र थांब्र as२॥ (৩) সেই আবাসপ্রাঙ্গনে একটা মুরম্য সমসী। তাছার সোপান হরিদ্বর্ণ মণি-নিৰ্ম্মিত । স্নিগ্ধ নীলকাণ্ডমণি রচিত নালের উপরু সহস্ৰ সহস্র স্বৰূর্ণ কমল প্রস্ফুটিত হইয়া উহার জলকে অচ্ছিন্ন করিয়া রাখিয়াছে। হংসগণ সেই সরোবরে এত মুখে বাস করিতেছে যে মানস সরোবর নিকট থাকিলেও তাহারা তোমাকে দেখিলেও , তখায় যাইতে চাহে না (মেৰাগমে হংসগণ মামৃগ সরোবরে বাইতে উৎসুৰ ছয় ইছ। প্রসিদ্ধ। 'পূঃ মে ১১শ শ্লোক দ্রষ্টব্য)। ১৩। -