পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সুনিশ্চিত রূপে করিয়া গণন বিরহের শেষ বুঝিবার তরে, প্রথমদিবস হইতে ললনা খুয়েছিল ফুল দেহলী উপরে ; হয়ত দেখিবে প্রেয়সী এখন সেই সব ফুল পাতিয়া ধরায়, “এক দুই করি করিছে গণন বিরহের এবে কতদিন যায় ; অথবা,–ভুঞ্জিছে কল্পনার ছলে মম-সমাগম সুখ অতুলন, প্রণয়ি-বিরহে রমণী সকলে এইরূপে করে সময় যাপন ॥২৪ “বিরহের প্রথম দিন হইতে প্রেয়সী দিন গণনা করিবার জন্ত প্রতিদিন একটী করিয়া ফুল দেহুলীর * উপরে রাখিয় দিতেন। হয়ত দেখিবে তিনি সেই ফুলগুলি মাটীতে ফেলিয় “এক” “দুই” করিয়া গণনা করিয়া দেখিতেছেন বিরহের কয়দিন গেল । নতুবা দেখিবে, তিনি মনে মনে কল্পনার আমার সমাগম সুখ ভোগ করিতেছেন। প্রাণপতি কাছে না থাকিলে রমণীরা এই সকল উপায়( অর্থাৎ স্বামীর মঙ্গল কামনায় দেবর্চিনা, সর্থীদের মধ্যে র্তাহার সম্বন্ধে কথোপকথন, তাহার চিত্র অঙ্কন, তাহার সম্বন্ধে রচিত গান গাওয়া, কল্পনাবশে তাহার মিলন মুখভোগ, কোন উপায়ে বিরহের দিন গণনা করা প্রভৃতি। ২২/২৩২৪ শ্লোক ) যোগেই চিত্ত বিনোদন করে ॥২৪॥

  • চৌকাট বা তাহার উপরের তক্ত, কচিং দেউড়াও বুঝায়।