পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

డిe s মেঘমুক্ত { “শাপ-অবসানে ঘুচিবে যাতন।— এই ভরসায় বেঁধেছি হৃদয়, তুমি ও, কল্যাধি, কৰো না ভাবন, ধরহ ধৈরজ, হও নিরভয় ; সুখ কিংবা দুঃখ চিরকাল তরে এ জগতে ভাগ্যে থাকে বা কাহার ? কতু নীচে পুনঃ কভু ৰ৷ উপরে চক্রনেমি-তুল্য নিয়ম তাহার ॥ ৪৬ ৷ “শাপান্ত হইলেই আমাদের সকল দুঃখের শেষ হইবে-এই এক অশোতেই বুক বাধিয়া বাচিয়া আছি। সখি, কল্যাণি, তুমি ও নির্ভয় হইয়। ধৈর্য্য অবলম্বন কর। এই জগতে কাহারও ভাগ্যে মুখ দুঃখ চিরস্থায়ী হয় না। রথচক্রের পরিধি ঘুরিতে ঘুরিতে যে দশা লাভ করে অর্থাৎ তাহার বেদিক নীচে ছিল সেই দিক উপরে উঠে, পুনশ্চ আবার ঐ তদেশ নীচে ধায় ;– মামুষেরও সেই রূপ আজ মুখ, কাল দুঃখ, আবায় সুখ পুনশ্চ দুঃখ এইরূপে চলিতে থাকে। আমাদের অদৃষ্টিও কখন দুঃখ চিরস্থানী হইবে না, অচিরেই মুখ আদিৰে ॥৬