পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তর মেঘ । ” Se 3 থ"ভুজগশয়ন তেজি নারায়ণ উঠিলে,—শাপান্ত হইবে আমার, কোনমতে, প্রিয়ে, মুদিয়া নয়ন এই চারি মাস কাটাও এবার ; আসিবে যখন শরত-রজনী, চন্দ্রিকায় ধৌত হ’বে ধরাতল, আমরা মনের সুখেতে, স্বজনি, বিরহের সাধ পূরাব সকল ॥৪৭ ‘উখান একাদশীর দিন আমার শাপান্ত হইবে। এই কয় মাস ( ৪ মাস ) কোনমতে চোখ বুঞ্জিয় কাটাইয়া দেও। তাহার পর মুখের মিলনের সময় শরৎকালের পূর্ণচন্দ্রের জ্যোস্না-পরিপ্লাবিত রাত্রিতে এই দীর্ঘ বিরহের সকল সাধ উভয়ে প্রাণ তরিক্স মিটাইব ॥৪৭