পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3०५ " মেঘদূত । বন্ধু-স্নেহ-যশে, অথবা তোমার বিরহীর প্রতি দয়ার কারণ, আমুচিত এই প্রার্থনা আমার জলধর, তুমি করিয়া পূরণ :– বরষা আগমে চাৰু-শোভা ধ’রে যথা ইচ্ছা তথা করহ বিহার, যেন গো তোমায় ক্ষণেকের তরে না হয় সহিতে বিরহ প্রিয়ার ॥৫২॥১–৮৷ “জলধর আমি আজ নিবন্ধ সহকারে তোমার নিকট যে প্রার্থন নিবেদন করিলাম, আমি জানি, ইহা অতি অসঙ্গত প্রার্থনা ! কিন্তু অসঙ্গত হইলেও আমার ভরসা আছে যে তুমি নিশ্চয়ই আমার এ প্রার্থন পূরণ করবে। বন্ধু-প্রেম বশভঃই হউক, অথবা এই অভাগ্য বিরহীর দুর্দশা দেখিয়াই হউক, তুমি আর্দ্র হদয় ধীর পুরুষ —তুমি নিশ্চয়ই আমার এই প্রার্থন পূরণ করবে। আমার এই প্রার্থন পূর্ণ করিয়া তুমি বর্ষাগমে অপূৰ্ব্ব শ্ৰী ধারণ ক্ষরিয়া, যেখানে তোমার ইচ্ছা তার স্বচ্ছদে বিচরণ করির বেড়াইও এবং আশীৰ্ব্বাদ করি, যেন কোনও দিন তোমার রিদ্যুৎ-মুন্দরীর বিরহ-ক্লেশ সহ কৃরিত্বে न ३झ ।। १२ ।। উত্তর মেঘ সমাপ্ত। মেঘদূতানুবাদ সম্পূর্ণ।