পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

388 f মেঘদুত । ছিলেন। কালিদাস এই তিন জন ভোজ রাজার মধ্যে কাহার সভা অলঙ্কৃত করিতেন তাহ বলিবার উপায় নাই । ভোজ প্রবন্ধ এবং আইন আকবরীর মত অবলম্বন করির মিঃ বেণ্টলী সিদ্ধান্ত করিয়াছেন যে, কবির আশ্রয়দাতা রাজ। ভোজবিক্রম খৃঃ একাদশ শতাব্দীভে রাজ্য করিভেছিলেন । পণ্ডিতদিগের এই সকল মভের আলোচনা করিয়! কোন এক বিশেষ সিদ্ধান্তে উপনীত হইবার আশা নাই। কোথায় খৃষ্টপূৰ্ব্ব ৮ম শতাব্দী আর কোথায় খৃঃ একাদশ শতাব্দী ! তাহার প্রণীত পুস্তকে শ্ৰীক রমণীfদশের ( যবনী ) সসন্ত্রম উল্লেখ আছে ; পি ও খজুরের উল্লেখ আছে, পাটল পুষ্প বা গোলাপ ফুল এবং কুইমের উল্লেখ তিনি করিয়াছেন। গ্ৰীক আক্রমণের পর তিনি যে অবিভূতি হইয়াছিলেন তাহ নিশ্চয় । তাহার জন্মস্থান কাশ্মীর বা তৎসন্নিতি প্রদেশে ছিল বলিয়। অম্বুমান হয় । তিনি বহুদেশ পয্যটন করিয়াছিলেন, সংস্কৃতে ও বহু প্রাদেশিক ভাষায় তাহার অগাধ জ্ঞান ছিল, লোকচরিত্র অধ্যয়নে তিনি নিপুণ ছিলেন । পণ্ডিতদিগের অসুমানের উপর নির্ভর করিলে তিনি খৃঃ ৬ষ্ঠ শতাব্দীভে উজ্জায়নী অধিপতি মহারাজ যশোধৰ্ম্মদেব অথবা হর্যবিক্রমাদিত্যের সভার প্রধান রত্নরূপে শোভা পাছতেন ও তাহার রাজপ্রীর উজ্জল মুকুটের নায়ক মণি ছিলেন বলিয়া বোধ হয় । কুমার । ( ৪৩ শোক, পূঃ মেঃ । ) "কালে ব্ৰহ্মার নিকট বর পাইয়া তারক নামক এক অম্বর প্ৰধান হইয় উঠেন এবং তিনি দেবগণকে স্বর্গ ইতে দূরীভূত করি। স্বৰ্গ" করেন এহাদেবমণ্ডস্থ ভিন্ন তিনি অপরের