পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

অমৃত অধিক মিষ্ট যাহার অধী,
ৰাণাঞ্চনি পরাজিত শুনি কণ্ঠস্বর,
ললিত লাবণ্য-লতা দেছ মুকুমার,
সুনীল নয়ন দুটা প্রেম পারাবার,
স্বর রূপদীর রূপে কি দিব উপমা?
সে অপূর্ব্ব রূপ হেরি লজ্জ গায় স্বৰ!
সৰি এ জনমে সাধ না মিলি মোর,
বল, মরিলেও সঙ্গ পাবনা কি ভোর