পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেঘের পথ। ভারতবর্যের একখানি মানচিত্র খুললে বিদ্ধপর্বতমালার দক্ষিণে মধ্য-ভারতবর্ষের প্রধান নগর নাগপুর দেখিতে পাওয়া যায়। পণ্ডিতগণ বহুবিধ অনুসন্ধান করিয়া স্থির করিয়াছেন যে ঐ নাগপুর-নগর-সন্নিহিত "রামতেক’ বা “রামটেক’ পৰ্ব্বতই মেঘদূত-বর্ণিত রামগিরি। এই রামগিরি পর্বতেই যক্ষ বাস করিতেছিল এবং সে এইখানেই মেঘের দর্শন পাইবা তাহাকে অলকাস্থিত নিজ প্রিয়ার উদেশে যাইবার জন্য অযুরোধ করিয়াছে। কবি কালিদাস ভারতবর্ষের ভূগোল উত্তমরূপ জানিতেন ; সুতরাং মাগপুর হইতে অলকা অথবা কৈলাশ পৰ্য্যন্ত পথ বলিয়া দিতে তুহার কোন ভুল হয় নাই। মানচিত্রে আধুনিক নাম সকল দেওয়া আছে। পাঠক পাঠিকাবর্গের সুবিধার জন্য আমরা কবি-বর্ণিত পথের সহিত মানচিত্র মিলাইয়া দেখিতেছি : পূৰ্ব্বমেঘ। ১। রামগিরি। শ্লোক সংখ্যা নাগপুরের নিকট, কিছু উত্তরে *, १२ । शृङ्गै २, २२ ।। রামটঙ্কা বা রামটেক পাহাড়। ২ । মালক্ষেত্র। মালক্ষেত্র অর্থ উচ্চভূমি,(Tableপ্লে ১৬,-পূ ১৬। land) নাগপুর হইতে ঈশান - কোণে রংপুর, দক্ষিী প্রদেশ। আধুনিক নাম মালৱ।