পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রিয়তম কাব্য তব অাদরের ধন, প্রেমময় হৃদয়ের বিমল দপণ, সাধের সে “মেঘদূত” হ’ল প্রকাশিত, হায় ! হতভাগ্য আমি আনন্দে বঞ্চিত । সেই "মেঘদূত” আজি হ’ল প্রকাশিত, ছায়রে অভাগ৷ কবি আনন্দে বঞ্চিত । তুমি পরলোকে আজি, কে আর তেমন করিবে ইহার অণর আদর যতন ? “মেঘদুত” তব করে করি আরপণ ভেবেছিকু হ’বে মোর সার্থক জীবন ; প্রতিভা-প্রদীপ্ত সেই হসিত-আনন হেরিয়া জুড়া’ব বুক, জুড়া’ব নয়ন । বৃথা আশা ! এবে তুমি কোন সুরপুরে ? না জানি কোথায়, বাল, নিকটে বা দূরে । অমৃতরূপিণী তব না আছে মরণ, কবি রাজ্ঞি, তব ঠাই পরাস্ত শমন । সদ্য অশ্র পরিপ্লত এ পুত সঙ্গীত, দিতেছি আমায় স্নেহ-সলিল সহিত, হে নগেন্দ্র বালে, ইহা করহ গ্ৰহণ দরিদ্র কবির দত্ত অন্তিম তপণ ।